দেশ বিদেশ

আশুলিয়ায় ডায়াগনস্টিক সেন্টার থেকে ২ যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:৩৫ পূর্বাহ্ন

আশুলিয়ার জিরানী এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে ডায়াগনস্টিকের এক কর্মচারীসহ ২ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে জিরানী এলাকার হাজী আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের ভেতরের নিচতলার রিসিপশন থেকে তালাবদ্ধ অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহত একজন ফরহাদ হোসেন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাঠবালা গ্রামের আলী হোসেনের ছেলে। সে জিরানীর টেঙ্গুরি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থেকে হাজী আনোয়ার মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মার্কেটিং বিভাগে কাজ করতো। এছাড়া নিহত অন্যজন নাবীনূর নওগাঁ জেলার আত্রাই থানার মহাদিঘি গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। সে স্থানীয় মাদরাসা মার্কেট এলাকার একটি কাঠের দোকানের কর্মচারী ছিল। ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান অসীম মণ্ডল জানান, প্রতিদিন সকাল ৮টার দিকে ফরহাদ ঘুম থেকে উঠে বাসায় খেতে যায়। কিন্তু আজ সকালে সে বাড়িতে না যাওয়ায় তার ছোট ভাই শরিফুল তাকে ডায়াগনস্টিক সেন্টারে ডাকতে আসে। অনেক ডাকাডাকি করলেও ফরহাদ সাড়া দেয়নি। এসময় ডায়াগনস্টিক সেন্টারের শাটার বাইরে থেকে খোলা অবস্থায় ছিল। কিন্তু ভেতর থেকে কলাবসিবল গেইটে তালাবদ্ধ থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডায়াগনস্টিক সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করে। হাসপাতালের কর্মচারী নিহত ফরহাদ হোসেনের মা মমতাজ বেগম জানান, তার ছেলে বিগত চার বছর ধরে ঐ ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে আসছিল। গত কয়েক দিন ধরেই অজানা কারণে আতঙ্কিত হয়ে অসুস্থ বোধ করছিল ফরহাদ। কিন্তু প্রতিদিনই তাকে প্রতিষ্ঠানে গিয়ে রাত যাপন করতে হতো। সর্বশেষ গতকাল রাতে একা রাত যাপন করতে ভয় পায় বিধায় বন্ধু নাবীনূরকে নিয়ে হাসপাতালের উদ্দেশে আসে ফরহাদ। সকালে তাদের দুই জনের মৃত্যুর খবর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে শুনতে পান তিনি। তিনি জানান, তার ছেলে কখনই নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করতো না। কিন্তু অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরে ডায়াগনস্টিক সেন্টারের মালিকপক্ষের কাছে ছুটি চাইলেও তাকে ছুটি দেয়া হয়নি। আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ জানান, ঘটনাস্থল থেকে একটি বোতল, গ্লাস ও জগসহ অন্যান্য আলামত সংগ্রহ করে ভিসেরা পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। একই সঙ্গে মরদেহ দুটিও ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে বিষাক্ত তরল পদার্থ জাতীয় কিছু তারা গ্রহণ করায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে জানান। তবে ময়নাতদন্ত শেষেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান ওই কর্মকর্তা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status