খেলা

রোনালদোদের ফেভারিট মানছেন না সান্তোস

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:১৭ পূর্বাহ্ন

আগামী ১৪ই জুন রাশিয়াতে শুরু হবে ফুটবলের মহা আসর বিশ্বকাপ ফুটবল। ফেভারিটের তকমা গায়ে নিয়ে অনেক দলই রাশিয়ায় খেলতে যাবে। তবে নিজ দল পর্তুগালকে ফেভারিট মানছেন না দলের কোচ ফার্নান্দো সান্ত্তোস। গতকাল পর্তুগিজ সংবাদমাধ্যম ব্লগ ওরাকে দেয়া এক সাক্ষাৎকারে সান্তোস বলেন, রাশিয়া বিশ্বকাপে সেরা পাঁচ ফেভারিটের তালিকায় পর্তুগালকে রাখতে পারছি না আমি। আমার মতে ফেভারিটের দৌড়ে এগিয়ে রয়েছে ব্রাজিল, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা ও ফ্রান্স। এ দলগুলোর তুলনায় আমাদের দলের অসাধারণ সামর্থ্য এবং বড় আসরের সফলতা কম। আমি জানি পর্তুগাল রাশিয়া বিশ্বকাপের ফেভারিট না এবং অন্য দলগুলোকেও আমরা ফেভারিট মানছি। তবে আমাদেরও কিছু লক্ষ্য রয়েছে। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে আমরা ম্যাচ বাই ম্যাচ জিততে চাই। আমরা কঠিন গ্রুপে রয়েছি। যেখানে স্পেন ছাড়াও রয়েছে মরক্কো ও ইরানের মতো শক্তিশালী দল। সব দলের প্রতি আমাদের যথেষ্ট শ্রদ্ধাবোধ রয়েছে। তবে আমরা জানি আমাদের অনেক কিছু করার সামর্থ্য আছে। বিশ্বকাপের বি গ্রুপে স্পেন, মরক্কো ও ইরানের বিপক্ষে খেলবে পর্তুগাল। ১৬ই জুন স্পেনের মুখোমুখি হবে তারা। বিশ্বকাপে সেরা সাফল্য পেতে হলে দলের ১১ জনকেই নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে বলে মনে করেন সান্তোস। তবে পর্তুগিজদের সাফল্য অনেকটাই নির্ভর করবে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর। সান্তোসও বিশ্বাস করেন পর্তুগালের সাফল্যের কারিগরের ভূমিকায় থাকবেন রোনালদো। তার বিষয়ে সান্তোস বলেন, সে (রোনালদো) সত্যিকার অর্থেই বিশ্বের সেরা খেলোয়াড় এবং প্রতিপক্ষ প্রত্যেকটা দলই তাকে আটকানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামবে। সে যেকোনো দলের জন্যই একজন অপরিহার্য এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমরা রোনালদোর উপর নির্ভর না করে দলগতভাবে খেলে জিততে চাই। ২০১৪’র শেষের দিকে গ্রীসের দায়িত্ব ছেড়ে পর্তুগালে আসেন সান্তোস। তার হাত ধরেই ২০১৪’র ব্রাজিল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠার কৃতিত্ব দেখায় গ্রীস। আর সান্তোসের অধীনেই গত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা ঘরে তোলে পর্তুগাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status