খেলা

মেসিকে ছাড়িয়ে রোনালদোকে স্পর্শ মোহাম্মদ সালাহ’র

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:১২ পূর্বাহ্ন

বল পায়ে আরো এক কীর্তি গড়লেন মোহাম্মদ সালাহ।  চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লীগে লিওনেল মেসিকে টপকে সবার আগে ৩০ গোল পূর্ণ করলেন মিশরীয় এ  ফরোয়ার্ড। এতে সালাহ ছুঁয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড। লা লিগায় মেসির নামের পাশে ২৯ গোল। ভ্যালেন্সিয়ার বিপক্ষে বার্সেলোনার ২-১ ব্যবধানের জয়ে গোল পেলে সালাহর সঙ্গে যৌথভাবে ত্রিশ গোলের ঘরে প্রবেশ করতে পারতেন আর্জেন্টাইন তারকা। বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে ৩-০ গোলে জয়ের ম্যাচে একবার লক্ষ্যভেদ করে গোল সংখ্যাটা ৩০-এ (৩২ ম্যাচ) নিয়ে যান ২৫ বছর বয়সী সালাহ। প্রথম আফ্রিকান খেলোয়াড় হিসেবে ইংলিশ প্রিমিয়ার লীগে ৩০ গোল করার কীর্তিতে নাম লিখিয়েছেন তিনি। ২৯ গোল নিয়ে আগের রেকর্ডধারী সাবেক চেলসি তারকা দিদিয়ের দ্রগবা। সালাহ প্রথম প্রিমিয়ার লীগ খেলোয়াড় যিনি ২০০৭-০৮ মৌসুমের পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪০ বা এর বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। দশ বছর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৪২ গোল করেছিলেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। প্রিমিয়ার লীগের এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ডের দ্বারপ্রান্তে গত বছর রোমা ছেড়ে লিভারপুলে নাম লেখানো চেলসির সাবেক ফরোয়ার্ড সালাহ। সমান ৩১ গোলের মালিক রোনালদো, সাবেক ইংলিশ ফরোয়ার্ড অ্যালান শিয়েরার ও লিভারপুলের উরুগুইয়ান ‘গোলমেশিন’ লুইস সুয়ারেজ। প্রিমিয়ার লীগের এক মৌসুমে সর্বোচ্চ ২২ ম্যাচে গোল করার কীর্তি ভাগাভাগি করেছেন সালাহ। পর্তুগিজ অধিনায়ক রোনালদো ও নেদারল্যান্ডসের রবিন ফন পার্সির এমন অর্জন রয়েছে। সাবেক ওয়েলস স্ট্রাইকার ইয়ান রাশ ও ইংল্যান্ডের সাবেক ফরোয়ার্ড রজার হান্টের পর লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে ৪০ গোলের (৪৫ ম্যাচ) চূড়ায় সালাহ। এক মৌসুমে অল রেডসদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাশের রেকর্ড (৪৭) থেকে ৭ গোল দূরে তিনি। হাতে রয়েছে অন্তত ৬টি ম্যাচ। প্রিমিয়ার লীগে ৪ ম্যাচ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের দুই লেগ। সাবেক ক্লাব রোমার বাধা অতিক্রম করতে পারলে ফাইনালও পেয়ে যাবেন সালাহ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status