খেলা

গার্দিওলার নতুন চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:১১ পূর্বাহ্ন

ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, চেলসি, আর্সেনালের মতো ম্যানচেস্টার সিটির সমৃদ্ধ ইতিহাস গড়তে চান পেপ গার্দিওলা। এই মৌসুম থেকেই ক্লাবের সফল যুগের সূচনা চান সিটিজেনদের কোচ। সেই লক্ষ্যে শিষ্যদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এই স্প্যানিয়ার্ড। মর্যাদা ও ঐতিহাসিক প্রেক্ষাপটের দিক থেকে ম্যানসিটিকে ইংল্যান্ডের ‘বড় ক্লাবের’ কাতারে নিয়ে যেতে চোখ রাখছেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক সফল কোচ গার্দিওলা। এরই মধ্যে পাঁচ ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা জিতে নিয়েছে ম্যানসিটি। টটেনহামের বিপক্ষে জয়ের পর রোববার ওয়েস্ট ব্রমউইচের কাছে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানের দল ম্যানচেস্টার ইউনাইটেডের পরাজয়ে (১-০) সিটিজেনদের শিরোপা নিশ্চিত হয়ে যায়। ইত্তিহাদ স্টেডিয়ামে নিজের দ্বিতীয় মৌসুমে প্রথমবার প্রিমিয়ার লীগ শিরোপার স্বাদ পেয়েছেন গার্দিওলা। গত সাত মৌসুমে তিনবার (সব মিলিয়ে পাঁচবার) লীগ ট্রফি দখলে নিয়েছে ম্যানসিটি। টানা দু’বার প্রিমিয়ার লীগ শিরোপা জয়ের নজির নেই ম্যান সিটির। আর উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপার স্বাদ পায়নি তারা কখনোই। যেটি তাদের ঘরোয়া লীগের প্রতিদ্বন্দ্বী দলগুলো অতীতে করে দেখিয়েছে। এটিই গার্দিওলা ও তার খেলোয়াড়দের পরবর্তী লক্ষ্য। ৪৭ বছর বয়সী গার্দিওলার কথায়, ‘আমাদের চেষ্টা করতে হবে। মানুষ আমাদের নিয়ে বলছে আমাদের আরো উন্নতি করতে হবে।  কিন্তু আমরা যে এই মৌসুমে ভালো খেলছি তা আপনি অস্বীকার করতে পারবেন না। টানা ১৮ ম্যাচ জিততে হলে আপনাকে মানসিকভাবে শক্ত থাকতে হবে। (চ্যাম্পিয়ন্স লীগে লিভারপুলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে হারের পর) টটেনহামের বিপক্ষে (৩-১) খেলোয়াড়রা আমাকে দেখিয়ে দিয়েছে মানসিকভাবে তারা কতটা শক্তিশালী। একটি ক্লাবকে গড়ে তুলতে হলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্বাস থাকাও গুরুত্বপূর্ণ যে ম্যানচেস্টার সিটি ম্যানচেস্টার ইউনাইটেড অথবা চেলসি অথবা আর্সেনালের মতো নয়। আপনারা জানেন, ইংল্যান্ডের বড় ক্লাবগুলোর নামের পেছনে একটি বড় ইতিহাস রয়েছে। তাই মাঝেমধ্যে আপনাকেও এরকম কিছু দেখানোর চিন্তা করতে হবে, ‘অন্যদের মতো আমরাও ভালো।’ এমন নয় যে আগামী বছর চলতি মৌসুমের পুনরাবৃত্তি ঘটবে। কিন্তু এটাই আমাদের লক্ষ্য থাকবে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status