খেলা

বর্ণবাদ অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিফা

স্পোর্টস ডেস্ক:

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:০৫ পূর্বাহ্ন

নিজ দেশের ফুটবল সমর্থকদের বর্ণবাদী আচরণের দায়ে বিপাকে পড়েছে ২০১৮ বিশ্বকাপের আয়োজক রাশিয়া। এরই মধ্যে বর্ণবাদ অভিযোগে রাশিয়ান ফুটবল ইউনিয়নের বিরুদ্ধে তদন্তে নেমেছে ফিফা। গত মাসে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচ চলার সময় স্বাগতিক দর্শক ‘বানর’ স্লোগান দিয়ে বর্ণবাদী আওয়াজ তোলার অভিযোগ উঠেছিল। সেইন্ট পিটাসবার্গে অনুষ্ঠিত ম্যাচটিতে ফ্রান্সের কাছে ৩-১ গোলে হেরে যায় রাশিয়া। কাইলিয়ান এমবাপে দু’টি ও অন্য গোলটি করেন পল পগবা। মানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পগবা, চেলসির এনগোলো কান্তে ও বার্সেলোনা ফরোয়ার্ড ওসমান ডেম্বেলে অন্যতম রাশিয়ানদের বর্ণবাদী আচরণের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েই তদন্ত শুরু করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করা হবে না বলে জানিয়েছেন ফিফার মুখপাত্র। রাশিয়ান ফুটবল ইউনিয়নও (আরএফইউ) অভ্যন্তরীণ তদন্ত করছে। ফিফার তদন্ত কাজে সব ধরনের সাহায্য করা হবে বলে নিশ্চিত করেছেন আরএফইউ’র বৈষম্য বিরোধী কর্মকর্তা আলেক্সান্ডার বারানোভ। এর আগে ফ্রান্সের ক্রীড়া মন্ত্রী লঁরা ফ্লেসেল বলেছিলেন, ফুটবল মাঠে বর্ণবাদের কোনো ঠাঁই নেই।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status