খেলা

ক্রিকেটারদের ‘ফুটবল’ খেলায় বিধি-নিষেধ

স্পোর্টস রিপোর্টার

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৯:০৫ পূর্বাহ্ন

ক্রিকেটারদের অনুশীলনে ফুটবল খেলা একটি নিয়মিত ঘটনা। অনুশীলনের আগে বা পরে বেশ মজা করেই দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেন তারা। আবার এই ফুটবল খেলতে গিয়েই বিপত্তি বাধাচ্ছেন ক্রিকেটাররা। গেল সপ্তাহে সিরাজগঞ্জে ছুটির অবসরে ফুটবল খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিঁড়ে ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন নাসির হোসেন। এই গ্রুপের সব শেষ সদস্য মুশফিকুর রহীম। ৫ দিন আগে বগুড়ার শহীদ শেখ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লীগের চতুর্থ রাউন্ড চলাকালীন অনুশীলনে তার উত্তরাঞ্চলের সতীর্থ নাজমুল হোসেন শান্তর সাথে ফুটবল খেলতে গিয়ে তিনি বাঁ পায়ের গোড়ালিতে চোট পান। ফলে বিসিএল’র শেষ দুই রাউন্ডে মাঠে নামা হচ্ছে না এই উত্তরাঞ্চলের ব্যাটসম্যানের। এ কারণেই ক্রিকেটারদের ফুটবল খেলার উপর বিধি-নিষেধ আরোপের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিছুদিনের মধ্যে আসছে কিছু নিয়ম কানুনও। এ কারণে বন্ধ না করে যেন সতর্কতার সঙ্গে খেলা হয় সেটির জন্যই কারা হচ্ছে এমনটি। এ বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি বলেন, ‘এটা নিয়ে অবশ্যই বিধি-নিষেধ আরোপ করা হবে। কারণ অধিকাংশ প্লেয়ারেরই ফুটবল খেলতে গিয়ে ইনজুরি হচ্ছে। টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুতই তাদের সিদ্ধান্ত জানাবে।’ সম্প্রতি বেশ কয়েকজন ক্রিকেটার ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছেন। এমনকি জাতীয় দলের অনুশীনের বাইরেও ক্রিকেটাররা ইনজুরিতে পড়ছেন। এসবের কারণেই নড়েচড়ে বসেছে বিসিবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status