এক্সক্লুসিভ

ধামরাইয়ে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

ধামরাই (ঢাকা) প্রতিনিধি:

১৮ এপ্রিল ২০১৮, বুধবার, ৮:৩৮ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ের আইঙ্গন কেলিয়া মোড়ে গতকাল বিকেলে একটি এনজিওর টাকা লুট করে নেয়ার প্রস্তুতিকালে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। এ সময় দুই ডাকাত পালিয়ে যায়। তবে ডাকাতদের পাল্টা আক্রমণে র‌্যাবের দুই সদস্য আহত হয়। নিহতদের কাছ থেকে তিনটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ছ্যান ও বোমার বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে র‌্যাব ও পুলিশ সদস্যরা।
র‌্যাব ২-এর স্কোয়াড কমান্ডার শহিদুল ইসলাম  ঘটনাস্থলে সাংবাদিকদের জানান, ধামরাইয়ের শৈলান-সুরমা এলাকার একটি এনজিও ব্যাংকে জমা দেয়ার জন্য এ সড়ক দিয়ে টাকা নিয়ে যাওয়ার কথা ছিল। আর সেই সময় টাকাগুলো ডাকাতি করে লুট করার জন্য পূর্বপরিকল্পিত কয়েকজন ডাকাত ওঁৎ পেতে থাকে। এমন সংবাদ পেয়ে র‌্যাব ২-এর সদস্যসহ ধামরাই থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পুলিশ ও র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে ডাকাতদল। এ সময় র‌্যাব তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় ডাকাতরাও পাল্টা আক্রমণ চালায় র‌্যাবের উপর। এতে র‌্যাবে গুলিতে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আব্দুর রশিদ (৩০), হেলালসহ তিন ডাকাত মারা যায়। অজ্ঞাতনামা দুই ডাকাত পালিয়ে যায়। আহত হয় দুই র‌্যাব সদস্য। ধামরাই থানা পুলিশ জানায়, ডাকাত রশিদ ও হেলালের নামে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
ঘটনার সময় পুলিশ ও র‌্যাব সদস্যরা কেলিয়া সড়কের দুই দিক থেকে রাস্তা বন্ধ করে দেয়। এ সময় হাজারো নারী-পুরুষ উপস্থিত হন।
স্থানীয়রা জানান, গতকাল বিকেল ৫টার দিকে কয়েকটি গুলির শব্দ পেয়ে তারা আঁৎকে উঠেন। দৌড়ে আইঙ্গন কেলিয়া নদীর পাশে এসে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। এ ঘটনায় আতঙ্কিত হয়ে উঠেন স্থানীয়রা।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status