বাংলারজমিন

বগুড়ায় শিক্ষা উপকরণ বিতরণ

বগুড়া প্রতিনিধি:

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:২৫ পূর্বাহ্ন

সকাল দশটা থেকেই জড়ো হতে থাকে নির্ধারিত স্থানে। রঙ-বেরঙের কাপড় দিয়ে সাজানো হয়েছে মঞ্চ এবং মাথার উপরে কাপড়ের ছাদ। ক্ষুদে শিক্ষার্থী সবাই। চোখে মুখে আনন্দ ফুটে উঠেছে। মায়ের হাত ধরে কেউ বাবার হাত ধরে এসেছে। ক্রেস্ট, স্কুল ব্যাগ দেয়া হবে। এই আনন্দধারা বাঁধ ভাঙা। কেউ সদ্য প্রকাশিত প্রাথমিকে বৃত্তি পেয়ে। কেউ স্কুলে ফার্স্ট হয়েছে। কেউ আবার ভালো কোথাও ভর্তির চান্স পেয়েছে। এ রকম চারশতাধিক শিশু শিক্ষার্থীকে শ’ শ’ মানুষের সামনে সংবর্ধনা  দেয়া হয়। হাতে তুলে দেয়া হয় শিক্ষা সামগ্রী উপহার। বগুড়া সদর উপজেলার ফাঁপোর উইনিয়ন পরিষদের চেয়ারম্যান মহররম আলী। সামাজিক বিভিন্ন কার্যক্রমে তিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। তার একান্তই ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান। সরকারি (এলজিএসপি প্রকল্প) বরাদ্দ ছিলো ১৫০ স্কুল ব্যাগ। তিনি ব্যক্তিগত তহবিল থেকে আরো ২০০ স্কুল ব্যাগ যোগ করে ৩৫০ শিশু শিক্ষার্থীর হাতে  তুলে দিলেন এসব ব্যাগ। এছাড়াও ১৯ জন প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের আলাদা ভাবে ক্রেস্ট উপহার দেন। অপরদিকে ৫১ জন তরুণকে নিজের অর্থায়নে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কর্মমুখী করার উদ্যোগও তিনি সফলভাবে সম্পন্ন করেছেন। এসব তরুণদের হাতেও সার্টিফিকেট তুলে দেয়া হয় এই অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে। এসব শিক্ষা উপকরণ ক্রেস্ট এবং সদনপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুফিয়া নাজিম, বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম, উপজেলা শিক্সা অফিসার আবদুুল জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ, ইউপি সদস্য জাহিদুর ইসলাম, আনোয়ার হোসেন রানা, আবদুুল মান্নান, গাজিউল ইসলাম, মুক্তার হোসাইন, আমিনুর ইসলাম। উপস্থিত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।






   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status