বাংলারজমিন

‘এরশাদ কখন কি বলে তা আমলে নেয়ার যৌক্তিকতা নেই’

কুষ্টিয়া প্রতিনিধি:

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:২৪ পূর্বাহ্ন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদ’র বয়স প্রায় ৯০। এত বয়স্ক একজন মানুষ কখন কি বলে সেই কথা ধরতে নেই। হানিফ বলেন, কয়েকদিন আগেও এই এরশাদ আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে ৭০টি আসনে ভোট করতে চেয়েছিলেন। আবার উনি বলছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা শূন্য। যদি তাই হয় তবে উনি আবার জোট করতে চাইলেন কেন? আসলে এরশাদ সাহেবের অনেক বয়স হয়েছে তাই কখন কি বলে সেটা আমলে নেয়ার কোনো যৌক্তিকতা নেই। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া স্টেডিয়ামে ওয়াল্টন প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটলীগের উদ্বোধনকালে হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় বিএনপি আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এ প্রসঙ্গে হানিফ বলেন, আমরা বার বারই বলছি, আইনি প্রক্রিয়া ছাড়া বেগম জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। কারণ দণ্ডিত কোনো ব্যক্তিকে আন্দোলন করে মুক্ত করা যায় না।
হানিফ বলেন, বিএনপির যেসব নেতা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করার কথা বলে নাটক করছেন তারা আসলে বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না। যিনি এতিমের টাকা আত্মসাতের দায়ে আদালতে দণ্ডিত হয়েছেন তার কাছ থেকে নৈতিকতা আশা করা যায় না। নৈতিকতা, সততা, গণতন্ত্র হারিয়ে বেগম খালেদা জিয়া এখন একজন দণ্ডিত কায়েদি।
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, অতিরিক্ত সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। ক্রিকেট লিগে ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় অংশ নেন এ্যাথলেটিক ক্লাব ও তরুণ সংঘ ক্লাব।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status