খেলা

ম্যানইউ’র হারে শিরোপা উৎসব সিটির

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১৩ পূর্বাহ্ন

পাঁচ ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত করলো কোচ পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আর মাঠে নেমে নয়, চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের হারে নিশ্চিত হলো সিটিজেনদের শিরোপা। রোববার পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ হেরে যাওয়ায় নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটির শিরোপা জয় নিশ্চিত হয়ে যায়। চলতি মৌসুম এটি ম্যানচেস্টার সিটির দ্বিতীয় শিরোপা। এর আগে ফাইনালে আর্সেনালকে ৩-০ গোলে হারিয়ে ইংলিশ লীগ কাপ শিরোপা জেতে ম্যানসিটি। এ নিয়ে গত সাত মৌসুমে তৃতীয়বার লীগ ট্রফি জিতলো সিটিজেনরা। প্রিমিয়ার লীগে টানা পাঁচ জয়ের পর একবারে তলানির দল ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের বিপক্ষে রোববার ঘরের মাঠেই ১-০ গোলে হারের লজ্জায় ডোবে ম্যানইউ। ওল্ড ট্রাফোর্ডে দ্বিতীয়ার্ধের ৭৩ মিনিটে হেডে স্বাগতিকদের জালে বল পাঠান ওয়েস্ট ব্রমউইচের ইংলিশ ফরোয়ার্ড জে রদ্রিগেজ। গত সপ্তাহে ঘরের মাঠে সিটিজেনদের শিরোপা উৎসবের অপেক্ষা বাড়িয়েছিল ম্যানইউ। ইত্তিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ডার্বি ম্যাচটিতে দুই গোলে পিছিয়ে থেকেও ৩-২ ব্যবধানের ঘুরে দাঁড়ানো এক জয় পায় মরিনহোর শিষ্যরা। পরে টটেনহামকে ৩-১ গোলে হারিয়ে ফের শিরোপা জয়ের দ্বারপ্রান্তে চলে আসে ম্যানসিটি। আর মাত্র এক ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন, এমন সমীকরণ পর্যন্ত যেতে হয়নি। ম্যানইউর পরাজয়ে মাঠের বাইরে থেকেই শিরোপা জয়ের সুখবর পায় সিটিজেন শিবির। ম্যানসিটিতে নিজের দ্বিতীয় মৌসুমে প্রথম প্রিমিয়ার লীগ জয়ের স্বাদ পেলেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক সফল কোচ গার্দিওলা। ৩৩ ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ম্যানসিটির সংগ্রহ ৮৭। ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে ম্যানইউ। ম্যানসিটি নিজেদের শেষ পাঁচ ম্যাচ হারলেও তাদেরকে ছুঁতে পারবে না কেউ। এক ম্যাচ বেশি খেলা লিভারপুল ৭০ পয়েন্টে তৃতীয় স্থানে। প্রিমিয়ার লীগকে পানসে বানিয়ে ফেলা ম্যানসিটির আক্ষেপ হয়ে থাকবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ। ঘরোয়া লীগের প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে কোয়ার্টার ফাইনালের দুই লেগ (৩-০ ও ২-১) মিলিয়ে ৫-১ অ্যাগ্রিগেটে ধরাশায়ী হয় সিটিজেনরা।

সিটিজেনদের প্রশংসায় মরিনহো
দল হেরে গেলেও প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়নদের প্রশংসায় ভাসিয়েছেন ম্যানইউর পর্তুগিজ কোচ হোসে মরিনহো। তার চোখে এই মৌসুমে গার্দিওলার ম্যানসিটিই সেরা দল, ‘যখন কেউ চ্যাম্পিয়ন হয়, তারা চ্যাম্পিয়ন হওয়ারই দাবি রাখে। আমি এখানে অজুহাত দেখাতে চাই না। তারাই (ম্যানসিটি) সেরা টিম। আমি জানতাম আগে বা পরে তারাই চ্যাম্পিয়ন হবে এবং আমি তাদের পজিশনে থাকলে খুবই হতাশ হতাম যে, কেউ যদি বলে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ম্যানইউ হেরেছে বলে শিরোপা জিতেছে ম্যানসিটি। এই লীগ মৌসুমের সেরা দল হিসেবেই তারা চ্যাম্পিয়ন হয়েছে। সেরা বলেই মাত্র দু’টি ম্যাচ হেরেছে এবং তাদের অর্জনে অনেক পয়েন্ট। চ্যাম্পিয়ন হওয়ার পেছনে এটাই অন্যতম কারণ।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status