খেলা

জিদানের ‘সেঞ্চুরি’

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১০০ ম্যাচ জয়ের মাইলফলক ছুঁয়েছেন জিনেদিন জিদান। লা লিগায় মালাগার মাঠে তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি। ২০১৬ সালের জানুয়ারিতে রিয়ালের কোচের দায়িত্ব নেন জিদান। তার অধীনে ১৪০ ম্যাচে এসে জয়ের ‘সেঞ্চুরি’ পূর্ণ করলো লস ব্লাঙ্কসরা। এ নিয়ে ৬৬ লীগ ম্যাচ জিতেছেন কোচ জিদান। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে ২০, কোপা দেল রেতে ৬, ক্লাব বিশ্বকাপে ৪, ইউরোপিয়ান সুপার কাপে ২ ও বাকি দু’টি জয় আসে স্প্যানিশ সুপার কাপে। রোববার রোনালদো-বেলদের ছাড়াই ২-১ গোলের জয় তুলে নেয় জিদানের শিষ্যরা। একটি গোল করে ও কাসেমিরোকে দিয়ে আরেকটি করিয়ে জয়ের নায়ক মালাগারই সাবেক খেলোয়াড় ইস্কো। মালাগায় দুই মৌসুম খেলে ২০১৩ সালে রিয়ালে যোগ দিয়েছিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ইস্কোর ভূয়সী প্রশংসাই ঝরেছে জিদানের কণ্ঠে, ‘ইস্কোর খেলা নিয়ে আমরা খুশি। সে তার সাবেক দলের মাঠে চমৎকার একটি ম্যাচ খেলেছে। তার ও দলের পারফরম্যান্সে আমি খুশি। মালাগার সমর্থকরা ইস্কোকে দারুণভাবে অভিনন্দন জানিয়েছে এবং এটা তার প্রাপ্য ছিল। সে মালাগার একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল, যেমনটা আজ মাদ্রিদের জন্য।’ মালাগাকে হারিয়ে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। লা লিগায় শিরোপা ধরে রাখার মিশনে আগেই পিছিয়ে গেছে গ্যালাকটিকোরা। তাই মালাগার বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেলদের বিশ্রামে রাখেন জিদান। রিয়ালের প্রধান লক্ষ্য এখন হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লীগ জয়। জুভেন্টাসকে হারিয়ে ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গেছে জিদানের শিষ্যরা। ঘরোয়া লীগে শীর্ষস্থানধারী বার্সেলোনার (৮২) সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য ১৫। ৩২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৬৭। ৪ পয়েন্ট এগিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। চার নম্বরে নেমে যাওয়া ভ্যালেন্সিয়ার পুঁজি ৬৫। মৌসুম শেষ হতে প্রত্যেকের হাতে আর ৬ ম্যাচ করে বাকি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status