খেলা

গজপ্রোমে অংশ নিতে রাশিয়া যাচ্ছে রাফি

স্পোর্টস রিপোর্টার

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৯:১২ পূর্বাহ্ন

ফিফা বিশ্বকাপের আগে গজপ্রোম প্রোগ্রামের আওতায় ফুটবল ফর ফ্রেন্ডশিপ নামে একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এবার দ্বিতীয়বারের মতো অংশ নেবে রাশিয়ায় অনুষ্ঠিতব্য এই প্রীতি ফুটবলে। এই দলের হয়ে খেলতে রাশিয়া যাবে গোলাম রাফি খান। সঙ্গে তরুণ সাংবাদিক হিসেবে রাফাত শামস, দলনেতা হিসেবে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ ও কো-অর্ডিনেটর হিসেবে যাচ্ছেন বাফুফের পিআরও আহসান আহমেদ অমিত। দলটি ৭ই জুন রাশিয়ার উদ্দেশ্যে রওয়ানা হবে। ১৫ই জুন ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখে দেশে ফিরবেন তারা। গর্বিত দম্পতি বশির উদ্দিন রতন আর মেহবুবা রতন। নারায়ণগঞ্জের মদনগঞ্জের এ দম্পতির ঘরটাই যেন আলোকিত করে যাচ্ছে গোলাম রাব্বি আর গোলাম রাফি। এর আগে গত বছর রাশিয়া গিয়েছিলেন রাফির আরেক ভাই রাব্বি। রাব্বি-রাফি এসেছিল মাত্র তিন মিনিটের ব্যবধানে। তখন কী বশির আর মেহবুবা রতন জানতেন তিন মিনিটের ব্যবধানে পৃথিবীর আলো দেখা তাদের দুই ছেলে এক বছরের ব্যবধানে দেখবেন রাশিয়ার মতো দেশের আলো! কল্পনার বাইরে হলেও তাদের কাছে এখন এটাই সত্য। গত বছর রাশিয়া গিয়েছিল তাদের দুই যমজ ছেলের বড় জন রাব্বি, এবার যাচ্ছে তার তিন মিনিটের ছোট রাফি। জুনে রাশিয়ায় শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। জুনেই বৃহত্তম দেশটির রাজধানী মস্কোতে বসছে ২১১ দেশের খুদে ফুটবলারদের নিয়ে ফেস্টিভ্যাল। সেখানে বাংলাদেশের প্রতিনিধি হয়ে যাচ্ছে রাফি। একই অনুষ্ঠানে রাব্বি গিয়েছিল গত বছর। রাফির জন্য বাড়তি উপহার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। মস্কোর লুজনিকি স্টেডিয়ামে বসে আরো ১১০টি দেশের খুদে ফুটবলারদের সঙ্গে রাশিয়া ও সৌদি আরবের মধ্যেকার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখবে নারায়ণগঞ্জের মদনগঞ্জ হাজী আলম চান উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র গোলাম রাফি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status