বিনোদন

ঋতুপর্ণা-শুভর অভিনয়ে মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৭:৫৩ পূর্বাহ্ন

পহেলা বৈশাখ উপলক্ষে গেল ১৩ই এপ্রিল সারা দেশের ৪০টিরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত চলচ্চিত্র ‘একটি সিনেমার গল্প’। সিনেমার ভেতরে সিনেমার মানুষের জীবনের গল্প নিয়েই নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি। এই চলচ্চিত্রের গল্পে ঋতুপর্ণা নায়িকা কবিতা, আরিফিন শুভ নায়ক সজীব এবং আলমগীর চলচ্চিত্র পরিচালক আকাশের চরিত্রে অভিনয় করেছেন। গেল ১৩ই এপ্রিল বিকেলের শো-তে আলমগীর, ঋতুপর্ণা ও আরিফিন শুভ বসুন্ধরা সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি উপভোগ করেন দর্শকের সঙ্গে। শো’ শেষে প্রায় হাউজ ফুল থাকা হলটির দর্শক এই তিন তারকাকে ঘিরে ধরেন এবং সবাই চলচ্চিত্রটির গল্প, গান এবং সকল শিল্পীর অভিনয়ের প্রশংসা করেন। শুধু তাই নয়, আলমগীরকে এমন জীবনের গল্প নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। একই দৃশ্য চোখে পড়ে পরবর্তী শো-তে রাজধানীর বলাকা সিনেমা হলেও। দর্শক গল্প প্রধান চলচ্চিত্র দেখার প্রতিই আগ্রহ প্রকাশ করেছেন। বসুন্ধরা সিনেপ্লেক্স থেকে শো শেষে কাঁদতে কাঁদতে হল থেকে বের হন ঋতুপর্ণা। তিনি বলেন, যদিও কবিতা আমার অভিনীত একটি চরিত্র। কিন্তু তারপরও আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি। আমি অনেক কৃতজ্ঞ আলমগীর ভাইয়ের প্রতি, তিনি আমাকে অসাধারণ একটি চরিত্রে অভিনয়ের সুযোগ দিয়েছেন। এদেশের দর্শকের প্রতি আমি কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত সিনেমা এখনো আগ্রহ নিয়ে দেখেন। আরিফিন শুভ বলেন, দর্শকের কাছে সবসময়ই কৃতজ্ঞ যে তারা আমার অভিনীত সিনেমা দেখেন বলেই উৎসাহ নিয়ে কাজ করি। ‘একটি সিনেমার গল্প’ আমার জন্য অন্যরকম এক চ্যালেঞ্জ ছিল। দর্শকের কাছ থেকে যে সাড়া পেয়েছি তাতে আমি মুগ্ধ। ধন্যবাদ আলমগীর স্যারকে। ‘একটি সিনেমার গল্প’র কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন আলমগীর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status