বিনোদন

এবার ঢাকার বাইরে

স্টাফ রিপোর্টার

১৭ এপ্রিল ২০১৮, মঙ্গলবার, ৭:৫২ পূর্বাহ্ন

বৈশাখ উপলক্ষে গত ১৩ই এপ্রিল দেশের ৭৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ইফতেখার চৌধুরী পরিচালিত নতুন ছবি ‘বিজলী’। অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনা করেছেন চিত্রনায়িকা ববি। হলিউড-বলিউডে যদি সুপার পাওয়ার নিয়ে ছবি হতে পারে, ঢালিউডে কেন হবে না। সে ভাবনা থেকেই চ্যালেঞ্জটা নিয়ে ছবিটি প্রযোজনা করেছেন বলে জানিয়েছেন ববি। ববস্টার ফিল্মসের ব্যানারে এ ছবিতে ববির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার মডেল-অভিনেতা রণবীর। মুক্তির পর এ ছবির খবর জানতে চাইলে ববি মানবজমিনকে জানান, মুক্তির পর থেকে ছবিটির বেশ সাড়া পাচ্ছি। দর্শক ছবিটি পছন্দ করছেন জেনে আমার খুব ভালো লাগছে। সুপারহিরো-সুপারহিরোইন মুভি হলেও গল্পটি এদেশের প্রেক্ষাপটেই তৈরি হয়েছে। ঢাকার মধুমিতা, শ্যামলী, সেনা এবং রানীমহল নামের সিনেমা হলে গিয়ে দর্শকের আসনে বসে ছবিটি দেখেছি। ছবি দেখার সময় দর্শকদের আবেগ এবং আনন্দ দেখে আমার খুব ভালো লেগেছে।
এবার ঢাকার বাইরের সিনেমা হলে গিয়ে ছবিটি দর্শকের সঙ্গে দেখব বলে মনস্থির করেছি। ছবিটি সামনে আরো কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এরপর দেশের বাইরেও ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। ববির প্রথম প্রযোজিত ছবি ‘বিজলী’। এটির মধ্য দিয়ে প্রথমবারের মতো দেশে সুপারহিরোইন ধাঁচের গল্পের ছবি নির্মিত হলো। সায়েন্স ফিকশন ছবিতে এটাই ববির প্রথম কাজ। ববি, রণবীর ছাড়াও এ ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ইলিয়াস কাঞ্চন, কলকাতার শতাব্দী রায়, দিলারা জামান, আহমেদ রুবেল, শিমুল খানসহ অনেকে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status