বিনোদন

বৈশাখে বেলজিয়াম মাতাবেন আশিক পুতুল রনি

স্টাফ রিপোর্টার

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৬:০৫ পূর্বাহ্ন

এবার বাঙালির ঐতিহ্যের উৎসব পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে ইউরোপের  দেশ বেলজিয়ামে। সেখানকার প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা জানিয়েছেন উৎসব আয়োজনের প্রায় সব প্রস্তুতি শেষ। এখন শুধু নির্দিষ্ট দিনের অপেক্ষা। আগামী ২৮শে এপ্রিল অনুষ্ঠানটি উদযাপিত হবে। অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট ব্যাবসায়ী চয়ন রায় জানান, বেলজিয়ামে বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে আয়োজিত এবারের বৈশাখী বরণ অনুষ্ঠানে বাংলাদেশ  থেকে অনেক জনপ্রিয় শিল্পী অংশ নেবেন। আমরা চাই এই ধারাবাহিকতা ধরে  রেখে প্রতি বছরই বেলজিয়ামে বৈশাখ উদযাপনের পাশাপাশি বাংলাদেশের প্রতিটি বিশেষ দিনকে উদযাপন করতে। অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি থাকবে সুলভ মূল্যে পান্তা-ইলিশ খাওয়ার ব্যবস্থা। থাকবে লটারি প্রতিযোগিতা। এতে বিজয়ীরা পাবেন ঢাকা ব্রাসেলস ঢাকা রিটার্ন এয়ার টিকেট। ঢাকা কক্সবাজার ঢাকা এয়ার টিকেট ও কক্সবাজারের ৫ তারকা  হোটেল সি-গালে ৩ দিন থাকা খাওয়া সহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার। এদিকে বর্ষবরণ উপলক্ষে বেলজিয়ামে যাচ্ছেন হালের জনপ্রিয় ক’জন তারকা। প্রবাসীদের বাঙালিদের গানে গানে মাতিয়ে রাখতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন সংগীত শিল্পী আশিকুর রহমান আশিক, ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল এবং মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি। এ বিষয়ে ক্লোজআপ ওয়ান তারকা সাজিয়া সুলতানা পুতুল বলেন, এই প্রথমবার আমার ইউরোপের মঞ্চে গাওয়া হবে। শুধু ইউরোপ বলে নয়, দেশের বাইরে গাইতে গেলে অন্যরকম একটা শিহরণ কাজ করে। প্রবাসী দর্শকদের আমরা যেমন দেশে মিস করি তেমনি তারাও দেশের শিল্পীদের মিস করেন। আশিক বলেন, বেশ ভালো লাগছে,বাঙালির সবচেয়ে বড় এ উৎসবে গাইতে যাচ্ছি বলে। কারণ যারা প্রবাসে থাকেন তারা পহেলা বৈশাখের পরিপূর্ণ আনন্দ উপভোগ করতে পারেন না। এবার গানে গানে কিছুটা হলেও তাদেরকে  বৈশাখের আবহটা দিতে পারবো। মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি বলেন, ইউরোপ প্রথমবার যাচ্ছি বেশ ভালো লাগছে, বৈশাখবরণ উপলক্ষে ইউরোপের দুটি দেশে পারফর্ম করবো। প্রবাসী ভাই বোনদের কমেডির মাধ্যমে কিছুক্ষণের জন্য হলেও বাংলাদেশের অভাব ভুলিয়ে রাখতে চেষ্টা করবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status