বিনোদন

সিসিইউ থেকে কেবিনে খালিদ হোসেন

স্টাফ রিপোর্টার

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৪:৫২ পূর্বাহ্ন

একুশে পদকপ্রাপ্ত নজরুল সংগীত শিল্পী ও নজরুল গবেষক খালিদ হোসেনকে সিসিইউ থেকে কেবিনে হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার বিকেল চারটার দিকে তাকে কেবিনে নিয়ে আসা হয় বলে মানবজমিনকে জানান তার ছেলে আসিফ হোসেন।  গত ১২ই এপ্রিল তার শারীরিক অবস্থা খারাপ হয়। ফুসফুস জনিত সমস্যায় ওই দিনই তাকে রাজধানীর ধানমন্ডিস্থ ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। প্রফেসর ডা. আলী হোসেনের তত্বাবধানে তিনি ভর্তি রয়েছেন। খালিদ হোসেন নজরুল সংগীতি শিল্পী এবং নজরুল গবেষক হিসেবে বেশ নন্দিত। তিনি নজরুলের ইসলামী গান গাওয়ার জন্য সুপ্রসিদ্ধ। সংগীতে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার তাকে একুশে পদকে ভূষিত করে। জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড এবং বাংলাদেশ টেক্সট বুক বোর্ডে সংগীত নিয়ে প্রশিক্ষক ও নিরীক্ষকের দায়িত্ব পালন করেছেন তিনি। নজরুল ইনস্টিটিউটে নজরুল সংগীতের আদি সুরভিত্তিক নজরুল স্বরলিপি প্রমাণীকরণ পরিষদের সদস্যও তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status