খেলা

চ্যাম্পিয়ন্স লীগ হতাশার পর ঘুরে দাঁড়িয়েছে জুভিরা

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ১:২৯ পূর্বাহ্ন

উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্বপ্নভঙ্গের পর জুভেন্টাসের পুরো মনোযোগ এখন ঘরোয়া লীগ ঘিরে। সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়ে টানা সাতবার সিরি আ শিরোপা জয়ের মিশনে জুভিরা আরও এক ধাপ এগিয়ে গেছে। এসি মিলান-নাপোলি ম্যাচ গোলশূন্য ড্র হওয়ার সুবাদে ৬ পয়েন্টের লিড নিয়েছে ম্যাসিমিলিয়ানো আলেগ্রির শিষ্যরা। গত বুধবার রিয়ালের মাঠে ইনজুরি সময়ের পেনাল্টিতে দুই লেগ মিলিয়ে ৪-৩ অ্যাগ্রিগেটে চ্যাম্পিয়ন্স লীগ থেকে বিদায় নেয় জুভেন্টাস। সেমির দ্বিতীয় লেগে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে জোড়া গোল করেছিলেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মান্দজুকিচ। ঘরের মাঠে সাম্পদোরিয়ার বিপক্ষেও প্রথমার্ধের শেষ মিনিটে গোলের সূচনা করেন তিনি। দ্বিতীয়ার্ধের গোলদাতা জার্মান ডিফেন্ডার বেনেডিক্ট হাওয়েডস ও তার স্বদেশী মিডফিল্ডার সামি খেদিরা। দলের তিন গোলই আসে ব্রাজিলিয়ান উইঙ্গার ডগলাস কস্তার পাস থেকে। পয়েন্ট তালিকায় ৩২ ম্যাচ শেষে জুভেন্টাসের সংগ্রহ ৮৪। ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে নাপোলি। ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে ল্যাজিও। মৌসুম শেষ হতে প্রত্যেকের হাতে আর ৬ ম্যাচ করে বাকি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status