খেলা

মোনাকোকে উড়িয়ে পিএসজির শিরোপা উৎসব

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ১২:৩৮ অপরাহ্ন

জিতলেই পাঁচ ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন! প্যারিসে এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে গতবারের লীগ শিরোপা জয়ী মোনাকোর জালে রীতিমতো গোল উৎসবই করেছে পিএসজি। মোনাকোকে ৭-১ গোলে উড়িয়ে ফরাসি লীগ পুনরুদ্ধার করেছে উনাই এমেরির শিষ্যরা। এ নিয়ে গত ছয় মৌসুমে পঞ্চমবার ও সব মিলিয়ে সপ্তম লীগ ট্রফি জিতলো পিএসজি। অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের অভাবটা বুঝতেই দেননি কাভানি-ডি মারিয়ারা। দলের উড়ন্ত জয়ে জোড়া গোল করেছেন দুই আর্জেন্টাইন অ্যাঙ্গেল ডি মারিয়া ও উদীয়মান মিডফিল্ডার জিওভানি লো সেলসো। প্রথমার্ধেই ৪-১ ব্যবধানে লিড নিয়ে মোনাকোকে ম্যাচ থেকে ছিটকে দেয় স্বাগতিকরা। ম্যাচের ১৪ মিনিটে গোল উৎসবের সূচনা করেন ২২ বছর বয়সী সেলসো। তিন মিনিট বাদেই ব্যবধান দ্বিগুণ করেন উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। এর তিন মিনিট পরেই সতীর্থদের উদযাপনের মধ্যমণি বনে যান ডি মারিয়া। ২৭ মিনিটে জোড়া গোল আদায় করে নেন সেলসো। ৩৮ মিনিটে মোনাকোর হয়ে একমাত্র গোলটি করেন ব্রাজিল বংশোদ্ভূত পর্তুগিজ মিডফিল্ডার রনি লোপেজ। বিরতির পর ৫৮ মিনিটে ডি মারিয়ার দ্বিতীয় গোলে স্কোরলাইন দাঁড়ায় ৫-১। ৭৬ মিনিটে আত্মঘাতী গোলে দলকে আরও বড় ব্যবধানে হারের লজ্জার সামনে ফেলেন কলম্বিয়ান ফরোয়ার্ড রাদামেল ফ্যালকাও। নির্ধারিত সময়ের চার মিনিট আগে মোনাকোর কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন জার্মান উইঙ্গার জুলিয়ান ড্রাক্সলার। পয়েন্ট তালিকায় ৩৩ ম্যাচ শেষে শিরোপা জয়ী পিএসজির সংগ্রহ ৮৭। ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে মোনাকো। পিএসজি শেষ পাঁচ ম্যাচ হারলেও তাদেরকে ছুঁতে পারবে না কেউ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status