বাংলারজমিন

শ্রীমঙ্গল ও কমলগঞ্জে সোলার প্যানেল বিতরণ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় খরিফ ১/২০১৮-২০১৯ মৌসুমে উফশী আউশ ও নেরিকা আউশ আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও নগদ অর্থ সহায়তার প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সকালে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোবাশশেরুল ইসলামের সভাপতিত্বে কৃষি বিভাগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের মধ্যদিয়ে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। অনুষ্ঠান শেষে উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি শ্রীমঙ্গল সদর ইউনিয়নে হতদরিদ্র কৃষকদের মধ্যে ২২৫ পরিবারের মাঝে ৩০ কেজি করে ভিজিএফ চাল ও ১৮৮টি সোলার প্যানেল বিতরণ করেন। এ সময় শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুুজিবুল রহমান মুজুল, শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরীসহ অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যসহ উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন। এদিকে কমলগঞ্জ পৌর সভার উদ্যোগে গরিব দুস্থদের মাঝে ভিজিএফ চাল, সোলার প্যানেল ও নগদ টাকা বিতরণ হয়েছে। পৌরসভার অর্ন্তগত ২৯০ পরিবারকে সোলার ও ৩০ কেজি করে ভিজিএফ চাল এবং নগদ ৫০০ টাকা করে ১৫০ পরিবারকে সরকারি এ সহায়তা দেয়া হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status