বাংলারজমিন

জুড়ীতে ওরসে নারী শিল্পীকে নিয়ে সংঘর্ষ, আহত ১০

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নে শাহ নিমাত্র মাজারের ওরসের কাফেলায় নারী শিল্পীর হাত ধরা নিয়ে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওরসের সমাপনী দিবসে জুড়ীর একটি কাফেলায় শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টায় জুড়ী উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল ইসলামসহ কিছু শ্রমিক উপস্থিত হয়ে মহিলা শিল্পীর হাত ধরে টানা হেঁচড়া করলে উপস্থিত উত্তেজিত ভক্তরা শ্রমিকদের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে শ্রমিকরাও উত্তেজিত হয়ে পড়লে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেখানে। এ সময় শ্রমিক ও জনতার মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে উভয় পক্ষের ৮/১০ জন আহত হয়। আহতদের জুড়ী শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয় এবং গুরুতর আহতদের মৌলভীবাজার ও সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে কিছু সংখ্যক ট্রাক শ্রমিক রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করলে ওরসে আগত ভক্তবৃন্দের প্রতিরোধের মুখে শ্রমিকরা ব্যারিকেড তুলে নিতে বাধ্য হয়। এ নিয়ে পরদিন শনিবার সন্ধ্যা ৭টায় জুড়ী শহরের বাসস্ট্যান্ডে ট্রাক শ্রমিকরা এক প্রতিবাদ সভার আয়োজন করে। ওই সভায় শ্রমিক নেতারা মাজার কমিটির সভাপতি ও ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদকে দোষারোপ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এমনকি চেয়ারম্যান রাস্তায় বের হলে তার বহনকৃত গাড়ি জ্বালিয়ে দেয়াসহ তাকে প্রাণনাশের হুমকি দেয়। এরই প্রতিবাদে গতকাল রোববার সকাল ১১টায় মাজার প্রাঙ্গণে ওরস পরিচালনা কমিটি ও ভক্তবৃন্দের আহ্বানে অপর একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় আগত নেতৃবৃন্দের পক্ষ থেকে এ ঘটনার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। এব্যাপারে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক আহমদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, হযরত শাহ নিমাত্রা (রহ.)-এর পবিত্র ওরস মোবারকের শেষ দিবসে রাতের শেষাংশে একটি কাফেলার মহিলা শিল্পীর হাত ধরে টানাটানির এক পর্যায়ে শ্রমিকদের সঙ্গে ভক্তদের হাতাহাতি হলে উভয় পক্ষের কিছু লোক আহত হয়। কিন্তু এ ঘটনাকে কেন্দ্র করে কিছু শ্রমিকসহ একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে অহেতুক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঘটনাটির সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ব্যাপারে জুড়ী উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, পূর্বের একটি ঘটনার জের ধরে চেয়ারম্যানের লোকজন জুড়ীর একটি কাফেলায় পরিকল্পিত ভাবে আমাদের ওপর হামলা চালায়। বিষয়টি নিয়ে মীমাংসার চেষ্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status