বাংলারজমিন

সিলেটে ইসলামী ঐক্যজোটের প্রতিনিধি সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:২৯ পূর্বাহ্ন

২০ দলীয় জোটের শীর্ষ নেতা বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব বলেছেন- অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনে উলামা মাশায়েখগণসহ সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতির হলরুমে ইসলামী ঐক্যজোট সিলেট জেলা ও মহানগর শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সংগঠনের জেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা নওফল আহমদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা রফিক বিন সিকান্দর ও মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারি হাফিজ আব্দুল মালিক এর যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মুছব্বির, বিএনপি নেতা এম. সিরাজুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক জালাবাদী, কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, জামায়াতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুর রব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিলেট মহানগর সভাপতি মাওলানা খলিলুর রহমান, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাফাদার, লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ প্রমুখ।

, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোটের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক মাওলানা মোজাম্মিল হক মাওলানা মনিরুজ্জামান, গোলাপগঞ্জ উপজেলা আহ্বায়ক ইলিয়াস বিন রিয়াছত, জাতীয় পার্টি (বিজিপি) জেলা সভাপতি মুজাম্মিল হোসেন লিটন, এনডিপির মহানগর সেক্রেটারি আনিসুর রহমান, মহানগর জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা সালেহ আহমদ শাহবাগী, ইসলামী ঐক্যজোট সিলেট জেলার সহ-সভাপতি আলহাজ নজরুল ইসলাম শিকদার, সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মসউদ আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুফতি আনোয়ারুল হক, অর্থ সম্পাদক হাফিজ আব্দুস সবুর, প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ আনসারী, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল ওয়াদুদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আব্দুল জলিল, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজ আব্দুল আলিম, অফিস সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম মিরাজ জেলা সহ-সভাপতি, সহ-সভাপতি মুফতি মাওলানা আব্দুল করিম হক্কানী, জাহির উদ্দিন, মাওলানা আব্দুস শহীদ, হাফিজ মুশাহিদ আহমদ, সিলেট মহানগর শাখার সহ-সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা খলিলুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ। সম্মেলনে ৩ বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট সিলেট জেলা ও মহানগর ইসলামী ঐক্যজোটের কমিটি গঠিত হয়। উভয় কমিটিতে কেন্দ্রীয় চেয়ারম্যান অ্যাডভোকেট মাওলানা আব্দুর রকিব ও যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল হক জালালাবাদীকে উপদেষ্টা করা হয়। কমিটির দায়িত্বপ্রাপ্ত হলেন- সিলেট জেলা হাফিজ মাওলানা নওফল আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা রফিক বিন সিকান্দর, সাংগঠনিক সম্পাদক মুফতি হাফিজ আনোয়ারুল হক। সিলেট মহানগর সভাপতি প্রিন্সিপাল মাওলানা জহুরুল হক, সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, সাংগঠনিক সম্পাদক মাওলানা মনিরুজ্জামান। উল্লেখ্য, প্রত্যেক উপজেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে জেলা কমিটির এবং মহানগরের প্রতিটি ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে মহানগর কমিটির সদস্য থাকবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status