খেলা

বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেন্স ভলিবল ১৮ই এপ্রিল আসবে কিরগিজস্তান

স্পোর্টস রিপোর্টার

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:১৯ পূর্বাহ্ন

বঙ্গবন্ধু সেন্ট্রাল এশিয়ান সিনিয়র মেন্স ভলিবলে রেফারিং করতে আজ ঢাকায় আসছেন বিখ্যাত রেফারি মাসুদ ইয়াজদান পানাহ। ইরান থেকে সরাসরি ঢাকায় আসবেন তিনি। ২০১৬ সালে অনুষ্ঠিত এই টুর্নামেন্টেও ঢাকায় এসেছিলেন ওই বছর ভলিবল ওয়ার্ল্ড লিগে রেফারিং করা এই ইরানী। ২১শে এপ্রিল থেকে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে শুরু হবে এই টুর্নামেন্ট। অংশ নেয়া দেশগুলোর মধ্যে কিরগিজস্তান ১৮ই এপ্রিল এবং মালদ্বীপ, নেপাল, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের খেলোয়াড়রা আসবেন পরদিন। গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। এবারো সে লক্ষ্যে অনুশীলন করছেন সাঈদ আল জাবিররা। কিছুদিন আগে প্রায় দেড় মাস উচ্চতর অনুশীলন শেষে দেশে ফিরেছে লাল সবুজের ভলিবল দল। চার দিন আগে এসে দলের দায়িত্ব ফের বুঝে নিয়েছেন ইরানিয়ান কোচ আলিপোর আরজি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status