খেলা

পাকিস্তান টেস্ট দলে ৪ নতুন মুখ

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:১৯ পূর্বাহ্ন

আগামী মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন চারজন। প্রত্যেকেই ব্যাটসম্যান। সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় ফখর জামান, ইমাম উল হক, উসমান সালাউদ্দিন ও সাদ আলী। এর মধ্যে ২২ বছর বয়সী ইমাম উল হক পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধান নির্বাচক ইনজামাম উল হকের ভাতিজা। চারজনের মধ্যে সাদ আলী ছাড়া প্রত্যেকেই সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। দলে জায়গা পাননি পেস বোলার ওয়াহাব রিয়াজ। হাঁটুর ইনজুরির কারণে ছিটকে পড়েছেন সদ্য সমাপ্ত পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক শান মাসুদ (৮ ম্যাচে ৬৫৬)। আসন্ন দু’টি টেস্ট সিরিজের জন্য ব্যাটিংকে বেশি গুরুত্ব দিয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞদের তুলনায় তরুণদের সংখ্যা বেশি। তিন ম্যাচে মোট পাঁচজনের টেস্ট অভিষেক হতে পারে। টেস্ট দলে আগে ডাক পেলেও এখনো একাদশে সুযোগ পাননি বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ। ইনজুরি আক্রান্ত অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহর জায়গায় সুযোগ পেয়েছেন সীমিত ওভারের নিয়মিত মুখ একটি টেস্ট খেলা শাদাব খান। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আয়ারল্যান্ড তাদের প্রথম টেস্ট খেলবে পাকিস্তানের বিপক্ষে। ডাবলিনে আগামী ১১ই মে একমাত্র টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে। লর্ডসে ২৪শে মে ইংল্যান্ড-পাকিস্তান দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। ১লা জুন থেকে লিডসে দ্বিতীয় ও শেষ টেস্ট। পাকিস্তান টেস্ট দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক ও উইকেটরক্ষক), আজহার আলী, ইমাম উল হক, সামি আসলাম, হারিস সোহেল, বাবর আজম, ফখর জামান, সাদ আলী, আসাদ শফিক, ফাহিম আশরাফ, উসমান সালাউদ্দিন, শাদাব খান, মোহাম্মদ আমির, মোহাম্মদ আব্বাস, হাসান আলী, রাহাত আলী।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status