খেলা

সিটিজেনরা না খেলেই চ্যাম্পিয়ন!

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:১৯ পূর্বাহ্ন

আর একটি জয় চাই ম্যানচেস্টার সিটির। তাহলেই এবারের ইংলিশ প্রিমিয়ার লীগের শিরোপা নিশ্চিত হয়ে যাবে সিটিজেনদের। তবে আর না খেলেও শিরোপা উৎসব করতে পারে ম্যানচেস্টার সিটি। এক্ষেত্রে নগর সতীর্থ ম্যানচেস্টার ইউনাইটেডের ওপর নজর থাকবে সিটিজেনদের। শনিবার ইংলিশ প্রিমিয়ার লীগে টটেনহ্যাম হটস্পারকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লীগে ম্যানসিটির হাতে রয়েছে আরো ৫ ম্যাচ। এর একটিতে জয় পেলেই শিরোপা নিশ্চিত করবে কোচ পেপ গার্দিওলার দল। আগামী রোববার নিজ মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে সোয়ানসি সিটির মুখোমুখি হবে সিটিজেনরা। তবে তার আগে সূচিতে দুই ম্যাচ রয়েছে তালিকার দ্বিতীয় শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেডের। লীগে নিজেদের ৩৩ ও ৩৪তম ম্যাচের যে কোনো একটিতে ম্যানচেস্টার ইউনাইটেড হারলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ম্যান সিটির। চলতি প্রিমিয়ার লীগে প্রতিপক্ষের মাঠে ১৪ ম্যাচে জয় পেলো ম্যানসিটি। এর আগে ২০০৪-০৫ মৌসুমে প্রতিপক্ষের মাঠে ১৫ ম্যাচ জয়ের নজির গড়ে চেলসি। অন্যদিকে প্রিমিয়ার লীগে নিজ মাঠে চার বছর পর হারের স্বাদ পেলো টটেনহ্যাম। সর্বশেষ ২০১৪’র অক্টোবরে ঘরের মাঠে লিভারপুলের কাছে ৩-০ গোলে হারে তারা। চলতি আসরে ৩৩ ম্যাচে ৮৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। আর ৭০ ও ৬৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল ও টটেনহ্যাম। এদিন টটেনহ্যামের অস্থায়ী ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের ২২তম মিনিটে ভিনসেন্ট কোম্প্যানির পাসে গোল করে ম্যানসিটিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। এর তিন মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার ইলকাই গুনদোয়ান। সিটির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টারলিংকে ডি-বক্সে টটেনহ্যামের ফরাসি গোলরক্ষক হুগো লরিস ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৪২তম মিনিটে স্পারদের হয়ে ব্যবধান কমান ডেনিশ মিডফিল্ডার ক্রিস্টিয়ান এরিকসেন। ম্যাচের ৭২তম মিনিটে জেসুসের জোরালো শট ঠেকিয়ে দেন টটেনহ্যাম গোলরক্ষক। পরে ফাঁকায় বল পেয়ে ম্যানসিটির শেষ গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টারলিং। চলতি মৌসুমে ম্যানসিটির জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করলেন এ ইংলিশ ফরোয়ার্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status