শিক্ষাঙ্গন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিরাপত্তার চাদরে পহেলা বৈশাখ উদযাপন, ভুভুজেলা ও মুখোশ নিষিদ্ধ

চবি প্রতিনিধি:

১২ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৬:৩৪ পূর্বাহ্ন

বাংলা ১৪২৫ সালকে স্বাগত জানাতে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ে (চবি) কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালিত হবে দিনব্যাপী পহেলা বৈশাখ ও লোকজ মেলা। ক্যাম্পাসে নিরাপত্তার দায়িত্বে মোতায়েন থাকবে ৪০০ পুলিশ সদস্য । এছাড়াও সাদা পোশাকে নিয়োজিত থাকবে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা।
জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলার কথা বিবেচনা করে মেলায় নিষিদ্ধ করা হয়েছে ভুভুজেলা ও মুখোশ ব্যবহার। এছাড়া অনুষ্ঠানস্থলে মোটরবাইক প্রবেশেও আরোপ করা হয়েছে নিষেধাজ্ঞা। বিশ^বিদ্যালয় প্রক্টর আলী আজগর চৌধূরী বিষয়টি নিশ্চিত করেন।
‘উন্নয়ন অভিযাত্রায় গর্বিত বৈশাখ’ প্রতিপাদ্যে পহেলা বৈশাখ উদযাপনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন সকাল সাড়ে ৮টায় জিরো পয়েন্ট থেকে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরণ উৎসব শুরু হবে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবদুর রব হলে মাঠে মূল অনুষ্ঠানস্থলে এসে শেষ হবে। সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভার পর বুদ্ধিজীবী চত্বরে হাডুডু খেলা, নাট্যমঞ্চে নাটিকা পরিবেশনা, উন্মুক্তমঞ্চে বলিখেলা, চাকসু চত্বরে বউচি খেলা এবং জারুলতলায় আকর্ষণীয় পুতুল নাচ অনুষ্ঠিত হবে।
নিরাপত্তার বিষয়ে প্রক্টর আরো বলেন, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তার কথা বিবেচনা করে সন্ধ্যার পূর্বেই সকল অনুষ্ঠান শেষ করা হবে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status