ভারত

গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মমতাকে নোটিশ

কলকাতা প্রতিনিধি:

২ এপ্রিল ২০১৮, সোমবার, ৬:৪০ পূর্বাহ্ন

হিন্দুদের রামনবমী উৎসবকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে গোষ্ঠী সংঘর্ষের একাধিক ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে মোট ৭ জনের মৃত্যু হয়। এরমধ্যে মধ্যপ্রদেশে ৫জন এবং রাজস্থান ও উত্তর প্রদেশে এজন করে নিহত হয়েছেন। তবে পশ্চিম বর্ধমানের রাণীগঞ্জ ও আসানসোলে একটি সম্প্রদায়ের মানুষের উপর আক্রমন এবং সম্পত্তি জ্বালিয়ে দেবার ঘটনা ঘটে। এ ব্যাপারে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী গত ২৮শে মার্চ পশ্চিমবঙ্গ সরকারের কাছে রিপোর্ট চেয়েছিল। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নোটিশ পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। কমিশন সরকারের কাছে জানতে চেয়েছে, গোষ্ঠী সংঘর্ষের ঘটনা কীভাবে ঘটেছে, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি সুরজিৎ করপুর কায়স্থকে বলা হযেছে, ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠাতে। তদন্তকারী দলের দেয়া পূর্ণাঙ্গ রিপোর্ট পাঠাতে হবে কমিশনের কাছে। রাণীগঞ্জ ও আসানসোলের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন অনেকে। পরে অবশ্য তিন আইপিএস অফিসারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। গত শনিবারই পশ্চিমবঙ্গের রাজ্যপাল ঘটনাস্থল ঘুরে দেখেছেন। গত রবিবার ভারতীয় জনতা পার্টির একটি কেন্দ্রীয় প্রতিনিধিদল নিষেধাজ্ঞা উপেক্ষা করেই উপদ্রুত এলাকা ঘুরে দেখেছেন। তারা দিল্লি ফিরে গিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে রিপোর্ট দিয়েছেন। এদিকে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল মুসলিমের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি গত রবিবার হায়দ্রাবাদে এক জনসভায় পশ্চিমবঙ্গের গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ধর্ম নিরপেক্ষ ব্যক্তির প্রশাসনের অধীনে কি করে এমন ঘটনা ঘটে? গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারকে পশ্চিমবঙ্গ সরকার ২ লক্ষ রুপি এবং আহত ও ক্ষতিগ্রস্থদের ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেবার কথা ঘোষনা করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status