বিনোদন

ব্যবসায়ির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ অভিনেত্রী জিনাত আমানের

বিনোদন ডেস্ক

২৪ মার্চ ২০১৮, শনিবার, ১১:৪৯ পূর্বাহ্ন

ধর্ষণের অভিযোগ দায়ের করলেন বলিউডের স্বনামধন্য অভিনেত্রী জিনাত আমন। অভিযুক্ত মুম্বইয়ের ব্যবসায়ী অমর খান্না ওরফে সরফরাজ। তাকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে জুহু থানার পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্ত বহু আগে থেকেই জিনাতের পরিচিতি। মুম্বইয়ের বিনোদন জগতে পরিচিতি রয়েছে সরফরাজের। কোরিওগ্রাফার হিসেবে বলিউডে নাম প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল সে। কিন্তু সে চেষ্টা ব্যর্থ হয়। পরে রিয়েল এস্টেটের ব্যবসা শুরু করে সরফরাজ। তাতে সাফল্য মেলে। ৬৮ বছরের অভিনেত্রীর সঙ্গে আগে সম্পর্ক ভালই ছিল। দু’জনের পরিবারের মধ্যেও ভাল যোগাযোগ ছিল। কিন্তু কয়েকমাস আগে কোনও কারণে সে সম্পর্কের অবনতি হয়। দুই পরিবারের মধ্যে কথাবার্তাও বন্ধ হয়ে যায়। কিন্তু তারপরও ওই ব্যবসায়ী জিনাতকে উত্যক্ত করতে থাকে। বর্ষীয়ান অভিনেত্রীকে ক্রমাগত ফোন করতে থাকে। তাকে অশ্লীল মেসেজ পাঠাতে থাকে। এমনকী ভিডিও ক্লিপও পাঠায়। যেখানে নায়িকা  যেতেন, তার পিছু নিতে থাকে। এমনকী, জোর করে জিনাতের বাড়িতে ঢোকারও চেষ্টা করে। বিষয়টি সহ্যের বাইরে পৌঁছে গেলে পুলিশের দ্বারস্থ হন জিনাত। ব্যবসায়ীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেন জুহু থানায়। ভারতীয় দ-বিধির ৩০৪ডি ধারা ও ৫০৯ ধারায় নারীকে উত্যক্ত করা ও তার সম্মানহানি করার মামলা দায়ের করা হয়েছিল সরফরাজের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। কিন্তু সম্প্রতি ধর্ষণের মামলা দায়ের করেছেন অভিনেত্রী। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে মুম্বইয়ের ব্যবসায়ীকে। শুক্রবারই আদালতে তোলা হবে তাকে। অভিনয়ের আগে মডেলিংয়ের পরিচিত নাম ছিলেন জিনাত। সাতের দশকে ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় তার। শোনা যায়, অন্তিম মুহূর্তে তাকে বেছেছিলেন দেবানন্দ। এরপর আর পিছনে ফিরে তাকাননি অভিনেত্রী। অভিনয়ের চেয়েও বেশি তার সৌন্দর্যের কদর ছিল বলিউডে। অমিতাভ বচ্চন থেকে শুরু করে ধর্মেন্দ্র, শশী কাপুর- সকলের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন নায়িকা। অভিনয় থেকে অবসর নেওয়ার পর দুই ছেলের সঙ্গে মুম্বইয়ে থাকেন জিনাত। অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানিয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status