বিনোদন

আলাপন

‘দর্শকদের জোর করে হাসানোর চেষ্টা করা হয়’

এন আই বুলবুল

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৫২ পূর্বাহ্ন

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ঈশানার হাতে রয়েছে এখন একাধিক ধারাবাহিক নাটকের কাজ। সেগুলোর মধ্যে উল্ল্যেখযোগ্য হলো সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’, দেওয়ান নাজমুলের ‘সুয়োরানী দুয়োরানী’, রহমতুল্লাহ তুহীনের ‘নিউর্য়ক থেকে বলছি’, আকাশ রঞ্জনের ‘সন্দেহ ভাইরাস’, ফেরদৌস হাসানের ‘এক পা দুপা’,  মামুন খানের ‘পাসওয়ার্ড’ ও এফ জামান তাপসের ‘নিউটনের তৃতীয় সূত্র’। প্রতিটি ধারাবাহিকে ঈশানা ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছেন বলে জানান। আসছে ঈদের নাটকেও কাজ শুরু করেছেন এ অভিনেত্রী। সম্প্রতি ঈদের জন্য ছয় পর্বের দুটি ধারাবাহিকের শুটিং শেষ করেছেন ঈশানা। ধারাবাহিক দুটি হলো মিরাজ মিত্তিকের ‘স্কাইম্যান’ ও ইফতেখার ইফতি এবং মাহবুব সুমনের ‘ঠগের মল্লুক’। ‘স্কাইম্যান’ নাটকে প্রথমবারের মতো তিনি এনিমেটরের চরিত্রে অভিনয় করেছেন। তিনি ছাড়া এই নাটকে আরো অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল। ‘ঠগের মল্লুক’ নাটকে তাকে দেখা যাবে দ্বৈত চরিত্রে। এই সম্পর্কে ঈশানা বলেন, এই নাটকে আমাকে একইসঙ্গে ময়না ও টিয়া নামের চরিত্রে দর্শক দেখবেন। প্রথমবারের মতো আমি এমন দ্বৈত চরিত্রে  অভিনয় করেছি। গল্পে ময়না ও টিয়া দুই বোন। শুটিংয়ে এই নাটকের জন্য আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। নাটকটিতে এই গ্ল্যামার কন্যা জুটি বেঁধেছেন অভিনেতা মীর সাব্বির ও আ খ ম হাসানের সঙ্গে। দুটি নাটক নিয়েই তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। আজকের আলাপনে ঈশানা এই সময়ের কমেডি নাটকের সমালোচনাও করেন। তিনি বলেন, এখন অধিকাংশ কমেডি ধারাবাহিকে ভাঁড়ামি করা হচ্ছে। এই সর্ম্পকে তিনি আরো বলেন, আমি বেশ কিছু কমেডি ধারাবাহিকে অভিনয় করেছি। সেই কারণে কমেডি ধারাবাহিকের সম্পর্কে আমার জানা আছে। আমি দেখেছি এসব নাটকে দর্শকদের জোর করে হাসানোর চেষ্টা করা হয়। কমেডি নাটকের এই ভাঁড়ামির কারণে আমি এ জাতীয় নাটকে অভিনয় কমিয়ে দিয়েছি। যেটিতে দেখছি গল্পের প্রয়োজনে দর্শকদের হাসানো হচ্ছে সেটিতেই শুধু অভিনয় করছি। তবে আমি বিশ্বাস করি আমাদের নাটকে পরিবর্তন আসবে। আমাদের নির্মাতাদের গল্পের প্রতি একটু মনোযোগী হতে হবে। এছাড়া অভিনয় শিল্পীদেরও ভালো কাজের দিকে এগিয়ে আসতে হবে। বেঁচে থাকার জন্য আমরা কাজ করি। কিন্তু সেখানে যদি কাজ করে দর্শকের মধ্যে বেঁচে থাকতে না পারি সেটি না করাই ভালো। ঈশানার সমসাময়িক অনেকে বড় পর্দায় কাজ করছেন। চলচ্চিত্রের জন্য কতটুকু প্রস্তুত রয়েছেন জানতে চাইলে তিনি বলেন, আমাকে চলচ্চিত্রে অভিনয় করতেই হবে এমনটা ভাবি না। তাই বলে বলছি না আমি চলচ্চিত্রে অভিনয় করবো না। এখন ভালো গল্প ও চরিত্রের চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। সে রকম কোনো গল্প ও চরিত্রে আমাকে কোনো নির্মাতা যদি চান তাহলে কাজ করবো। এছাড়া যদি চলচ্চিত্রে কাজ করা না হয় তা নিয়েও আমার কোনো আফসোস নেই। এদিকে এ সময়ের অন্যান্য ব্যস্ততা সম্পর্কে ঈশানা বলেন, রান্না করতে আমার ভালো লাগে। তবে ভালো রান্না করতে পারি না। তাই এখন রান্না শিখছি। তিনি আরো বলেন, মায়ের কাছ থেকে দেশীয় কিছু রান্নার রেসিপি শিখেছি। এছাড়া ইউটিউব থেকেও দেশি-বিদেশী বিভিন্ন রান্নার রেসিপি শিখছি। ছোটবেলা থেকেই রান্নার প্রতি আমার আগ্রহ রয়েছে। কিন্তু সময়-সুযোগ না পাওয়ায় তা শেখা হয়ে ওঠেনি। রান্না শেখানোর পাশাপাশি ঈশানার মা মেয়ের অভিনয়ের আলোচনা-সমালোচনাও করেন বলে জানান এই অভিনেত্রী। একটা সময় এই মডেল কন্যার মা নিজেও কুমিল্লায় মঞ্চে অভিনয় ও গান করতেন। সেই কারণে মায়ের অভিনয় বিষয়ে ভালো জ্ঞান রয়েছে বলে জানান তিনি। তার ভাষ্য, আমাদের পুরো পরিবারই সংস্কৃতি মনা। আমার নানা ছিলেন একজন বংশিবাদক। আমার খালারাও সংস্কৃতিপ্রেমী। মায়ের আলোচনা-সমালোচনার কারণে আমার অনেক কিছু জানা ও শেখা হয়। আমার প্রতিটি কাজ মা দেখার চেষ্টা করেন। দেখে জানান কোনটা ভালো আর কোনটা খারাপ হয়েছে। এছাড়া কিভাবে আরো বেশি ভালো করা যায় সেসব পরামর্শও দিয়ে থাকেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status