বাংলারজমিন

নবীগঞ্জে উন্মুক্ত সভা

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৪৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের ৮নং ওয়ার্ডভুক্ত এনাতাবাদ গ্রামের উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিতকরণে উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় বাংলাবাজার আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা শেখ আবদুল মুকিত। প্রধান অতিথি ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুসা। পরিষদের সচিব মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, ইউপি সদস্য মো. আবদুস সোবহান, সংরক্ষিত সদস্য রাজিয়া বেগম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ সিরাজুল ইসলাম মাস্টার, সাবেক ইউপি সদস্য মো. মানিক মিয়া, বিশিষ্ট মুরব্বি ছাদির আহমদ, তরুণ সমাজসেবক হাজী তাহিদুর রহমান মো. লেবু মিয়া, তাহিদ উল্যা, আফজল মিয়া, কুদ্দুস মিয়া, ময়না মিয়া, আবদুল হাই, আব্দু মুকিম, আওয়ামী লীগ নেতা বশর মিয়া তালুকদার, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম মিঠু, মো. আবদুল মুমিন, জাবক্স মিয়া, আলী আহমদ, ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি মো. সেলিম মিয়া, মো. আবিদুর রহমান, রেজান উল্যা, জলফু মিয়া প্রমুখ। আয়োজিত সভায় ইউনিয়ন পরিষদ কর্তৃক এলজিএসপির আওতায় ইটসলিং, কালভার্ট, গভীর নলকূপ স্থাপন, সেলাই মেশিন বিতরণ, কর্মসূচি প্রকল্পের আওতায় সড়ক নির্মাণ এবং বিভিন্ন প্রকারের ভাতা প্রদান, ভিজিডি, ভিজিএফ, কৃষকদের সার ও নগদ টাকা বিতরণ ছাড়াও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কর্মপরিকল্পনা নিয়ে জনগণকে অবহিত করা হয়। এছাড়াও উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে উপস্থিত জনগণের মতামত গ্রহণ এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান আলী আহমেদ মুসা। আয়োজিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status