বাংলারজমিন

ঠাকুরগাঁওয়ে এমপির বাড়ি থেকে লুট হওয়া সোনা সৈয়দপুরে উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:৩০ পূর্বাহ্ন

সৈয়দপুরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর এমপি দবিরুল ইসলামের বাড়ি থেকে লুট হওয়া স্বর্ণালঙ্কার একটি গয়নার দোকান থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। ওই দোকানের মালিক ইমরান আলীকেও (৪০) ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে বলে জানান ওসি। জানা যায়, গত ১৩ই মার্চ ভোরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গোয়ালকাড়ী ডাঙ্গীবাজারে জেলা আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দবিরুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। ডাকাতরা বাড়ির নৈশপ্রহরীকে বেঁধে অস্ত্রের মুখে এমপির স্ত্রীকে জিম্মি করে পুরো বাড়ি তছনছ করে আলমারি ভেঙে সোনার গয়না ও টাকা, ঘরের মালামাল নিয়ে যায়। দবিরুল ইসলাম তার দুই ছেলেকে নিয়ে সে সময় চিকিৎসার জন্য থাইল্যান্ডে ছিলেন। এ ঘটনায় সংসদ সদস্যের ছোট ভাই মোহাম্মদ আলী বালিয়াডাঙ্গী থানায় অজ্ঞাত পরিচয় ২০ জনের নামে একটি মামলা করেন। মামলা হওয়ার পর থেকেই ডিবি পুলিশ ডাকাতদের ধরতে এবং লুট হওয়া মাল উদ্ধারে অভিযানে নামে। পুলিশ গত কয়েক দিন আগে চিরিরবন্দর উপজেলার বিন্যাকুড়ি গ্রাম থেকে মামুন সরকার বাটুকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে সৈয়দপুরের ইমরান জুয়েলার্স থেকে সোনা উদ্ধার করে এবং দোকানের মালিক ইমরানকে আটক করে। সৈয়দপুর থানার ওসি মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল সৈয়দপুরের লিবার্টি সিনেমা হল সংলগ্ন ইমরান জুয়েলার্সে অভিযান চালিয়ে ২১ ভরি সোনার গয়না উদ্ধার করে এবং দোকানের মালিক ইমরানকে আটক করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status