বাংলারজমিন

এবার ওয়াসার পানিতে জলজট চট্টগ্রামে!

চট্টগ্রাম প্রতিনিধি

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

বর্ষা মৌসুমে চট্টগ্রামে জলাবদ্ধতার খবর নতুন কিছু নয়। কিন্তু এখন তো বর্ষাকাল নয়, মেঘও নেই আকাশে। বৃষ্টিও নেই, নেই সমুদ্রের প্রবল জোয়ারও। তবুও হঠাৎ বৃহস্পতিবার রাত থেকে হাঁটু পানিতে সয়লাব নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা, বাহির সিগন্যালসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা। যা দেখে যারপরনাই বিস্মিত স্থানীয় লোকজন। যথারীতি নানা দুর্ভোগেও পড়েন পথচারী, যাত্রী ও গাড়িচালকরা। শেষে খবর পেয়ে ছুটে এসে চট্টগ্রাম ওয়াসার লোকজনই জানালো তাদেরই পানি সরবরাহ লাইনের পাইপ ফেটে আকস্মিক পানি উঠে যায় সড়কে। চট্টগ্রাম ওয়াসার প্রকৌশলী আমিনুল ইসলাম জানান, কালুরঘাট এলাকা থেকে গভীর নলকূপের সাহায্যে পানি উত্তোলন করে আনার যে পাইপ; তা ঠিকাদারের লোকজন কাজ করার সময় ফেটে যায়। এ সময় পানি বের হয়ে সড়কের ওপর উঠে যায়। পরে পানি ক্রমান্বয়ে কাপ্তাই রাস্তার মাথা, কালুরঘাট শিল্প এলাকা, বাহির সিগন্যালসহ বিস্তীর্ণ এলাকায় জলজট সৃষ্টি হয়। কাপ্তাই রাস্তার মাথা মোহরা কুলিং কর্নার ব্যবসায়ী শরিফুল হক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার পর থেকে বন্যার মতো পানি বাড়তে থাকে। এতে সড়কে হাঁটু পানি জমে যায়। সড়ক পাশের অধিকাংশ দোকান পানিতে ডুবে মালামাল নষ্ট হয়। যানবাহন চলাচলেও কষ্ট হয় চালকদের। দুর্ভোগে পড়েন যাত্রীরা। চট্টগ্রাম সিটি করপোরেশনের মোহরা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম জানান, সিটি করপোরেশনের সাধারণ সভা শেষে বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে আমি বাড়ি ফিরি। এ সময়ও সড়কের ওপর কোনো পানি ছিল না। সন্ধ্যা ৬টার পর থেকে স্থানীয় লোকজন একের পর এক ফোন করে জানায় সড়কের ওপর হাঁটু পানি। খোঁজ নিয়ে প্রকৃত কারণ জানতে ব্যর্থ হয়ে রাতে চট্টগ্রাম ওয়াসাকে খবরটি জানায়। ওয়াসার একটি টিম এসে জানালেন ওয়াসার বড় একটি পানির পাইপ ফেটে আকস্মিক জলজট সৃষ্টি হয়েছে।
যা গভীর রাত পর্যন্ত ছিল। গতকাল সকালে কমলেও সড়কে পানি এখনো থই-থই করছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আজম।
চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ বলেন, পাইপ ফাটার পর থেকেই জরুরি ভিত্তিতে মেরামত কাজ শুরু করা হয়েছে। পুরো কাজ এখনো শেষ না হলেও পানি ছড়িয়ে পড়া কমেছে। আশাকরি, শিগগিরই পুরো মেরামত কাজ শেষ করতে পারবেন সংশ্লিষ্টরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status