বাংলারজমিন

শ্রীমঙ্গলে ‘পাকিস্তান প্রতিরোধ দিবস’ উদ্‌যাপন

শ্রীমঙ্গল প্রতিনিধি

২৪ মার্চ ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাকিস্তান প্রতিরোধ দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১টায় শ্রীমঙ্গল প্রেস ক্লাব মিলনায়তনে বিভিন্ন শ্রেণি পেশার গণ্যমান্যদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর হোসেন। দিবসটির তাৎপর্য নিয়ে আলোকপাত করেন তৎকালীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বর্তমান শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ মান্নান, মুক্তিযোদ্ধা মো. আসলাম ও মুক্তিযোদ্ধা মো. হাবিবুর রহমান। বক্তারা বলেন- ১৯৭১ সালের ২৩শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে তৎকালীন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের ভিপি এমএ মান্নান, জিএস মনতোষ পাল ভানু, তৎকালীন থানা ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম হাসু ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের নেতৃত্বে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সদস্যরা শ্রীমঙ্গল উপজেলায় সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে পাকিস্তানী পতাকা নামিয়ে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে। এরপর থেকে প্রতিবছর এ দিনটিতে স্থানীয় মুক্তিযোদ্ধাগণ শ্রীমঙ্গল উপজেলায় ‘পাকিস্তান প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করে আসছে। এ সভায় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেস ক্লাবের সহ-সভাপতি ইসমাইল মাহমুদ, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, কার্যকরী সদস্য কাওছার ইকবাল, সনেট দেব চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মামুন আহমেদ, কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status