বাংলারজমিন

ওসমানীনগরে সংঘর্ষে স্কুলছাত্রীসহ আহত ১০

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে জমির মালিকানাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে স্কুলছাত্রী ও সালিশ ব্যক্তিত্বসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের শশারকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়। জানা যায়, উপজেলার শশারকান্দি গ্রামে মহাসড়কের পাশের এক শতক জমির মালিকানা নিয়ে যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ খান ও একই গ্রামের মিজানুর রহমান কোখনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধকৃত জায়গায় কোখন পিলার স্থাপন করলে বৃহস্পতিবার সকালে মোশাহিদ খানের বৃদ্ধা মা স্বজনদের নিয়ে সেই পিলার উঠাতে যান। দুইপক্ষের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে কোখন বৃদ্ধা মহিলাকে ধাক্কা দিলে দুইপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় কোখন, তার ভাই রিপন ও জাহান আহত হয়। খবর পেয়ে এলাকার জনপ্রতিনিধি, সালিশ ব্যক্তিত্ব ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। সালিশ ব্যক্তিদের উপস্থিতিতে কোখন তার লোকদের নিয়ে মোশাহিদ খানের বাড়িতে হামলা চালায়। এ সময় দুইপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সংঘর্ষের সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়। ঘটনার সময় ইটপাটকেলের আঘাতে সালিশ ব্যক্তিত্ব মোখতার আহমদ, মিলন খান ও তানভির খানসহ কয়েকজন আহত হন। সংঘর্ষের সময় স্কুল থেকে ফেরার পথে গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তানিয়া, তামান্না, মিলি ও সুনিয়া আক্রমণের শিকার হয়।  যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ খানের মা আছাবি বেগম বলেন, আমার ছেলেরা বিদেশে থাকে। আমরা দুই মহিলা শুধু বাড়িতে আছি। সকালে আমার জায়গায় গেলে কোখন আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। আবার দুপুরে অস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলায় চালিয়ে ভাঙচুর করে। স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার বাড়ির মেয়েদেরও মারপিট করে তারা। ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্‌্যা বলেন, সামান্য এক শতক জমি নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। ঘটনাস্থল থেকে নজির মিয়া নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status