বাংলারজমিন

উন্নয়ন করে থাকলে নির্ভয়ে নিরপেক্ষ নির্বাচন দিন- খেলাফত মজলিসের আমীর

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৭ পূর্বাহ্ন

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা ইছহাক বলেছেন, দেশে উন্নয়ন হচ্ছে বলে সরকার যে প্রচারণা চালাচ্ছে তা সত্য হলে সব দলের অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিন। ৫ই জানুয়ারি মার্কা নির্বাচন এদেশের জনগণ আর দেখতে চায় না। তিনি প্রশ্ন রেখে বলেন, নিরপেক্ষ নির্বাচনে আওয়ামী লীগের এত ভয় কেন। আপনারা দেশের জন্য কাজ করেছেন এমন আস্থা থাকলে নির্বাচনে আসুন। মাওলানা ইছহাক বলেন দেশে আজ খুন, গুম, ধর্ষণ, অপহরণ, রাহাজানি, ডাকাতি, নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে বিরোধী মত ও দলের কণ্ঠ রোধের উন্নয়ন পরিলক্ষিত হচ্ছে। ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামিনবিহীন কারাগারে রাখা হয়েছে। তা ইতিহাসেও নজিরবিহীন। মাত্র ২ কোটি কয়েক লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে কারাগারে রাখা হয়েছে অথচ সে টাকা ব্যাংকে গচ্ছিত থাকায় তা বেড়ে ৬ কোটি ১৭ লাখ টাকা পরিণত হয়েছে। এই মিথ্যা মামলায় বেগম জিয়াকে জেলে পাঠিয়ে তার জনপ্রিয়তা বাড়িয়ে দিয়েছে। তিনি বলেন, সরকারের ছত্রছায়ায় দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, লুটপাট আর আত্মসাৎ হচ্ছে কিন্তু  কোনো মামলা হচ্ছে না। আইনের শাসন আজ ভূলুন্টিত হয়েছে। মামলা হামলায় আজ বিরোধীমতের মানুষ অসহায়। গতকাল মৌলভীবাজার সদর ও রাজনগর উপজেলা খেলাফত মজলিসের উদ্যোগে শহরের বেরীর পাড়স্থ মিনিবাস স্ট্যান্ড এলাকায় আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন ২০ দলীয় জোটের এই নেতা। খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও শহর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমানের পরিচালনায় জনসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ২০ দলীয় জোটের মৌলভীবাজার-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মাওলানা আহমদ বিলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন, যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, যুক্তরাজ্য খেলাফত মজলিসের সহসভাপতি শায়েখ হাসান নূর চৌধুরী, কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক  অধ্যক্ষ শামসুজ্জামান চৌধুরী। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিসের পক্ষ থেকে ২০ দলের প্রার্থী হিসেবে মাওলানা আহমদ বিলালকে উপস্থিত সকলের কাছে পরিচয় করিয়ে দেয়া হয়। খেলাফত মজলিসের আমীর তার পক্ষে ঐক্যবদ্ধ কাজ করার জন্য খেলাফত মজলিসের নেতাকর্মীসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদেরও উদাত্ত আহ্বান জানান। জনসভা শেষে দেশ ও জাতির মুক্তি ও কল্যাণ কামনায় মোনাজাত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status