বাংলারজমিন

পাকুন্দিয়ায় র‌্যালি ও আলোচনা

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করায় বৃহস্পতিবার সকালে পাকুন্দিয়ায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ নানা শ্রেণিপেশার লোকজন অংশ নেন। পরে পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার অন্নপূর্ণা দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. শারফুল ইসলাম এর সঞ্চালনায় এতে বক্তব্য দেন, এসিল্যান্ড মো. হাফিজুর রহমান, জেলা পরিষদের সদস্য হাদিউল ইসলাম হাদি, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. একেএম আনওয়ারুর রউফ, উপজেলা কৃষি অফিসার গৌর গোবিন্দ দাশ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার স্বপন চন্দ্র বণিক, পাকুন্দিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোজাম্মেল হক, উপজেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট এমএ আউয়াল, পাকুন্দিয়া পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আল আমিন প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status