বাংলারজমিন

টু ক রো সং বা দ

টু ক রো সং বা দ

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৭ পূর্বাহ্ন

ফেনীতে ২০ কারখানায় তালা
ফেনী প্রতিনিধি: ফেনীতে হলুদ-মরিচের গুঁড়ায় ভেজাল মেশানো ও বায়ু দূষণের দায়ে ২০টি কারখানায় তালা দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪টি প্রতিষ্ঠান মালিককে তিন লাখ ৭৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করে আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার সোহেল রানা জানান, শহরের তাকিয়া রোড, ইসলামপুর রোড ও আবুবক্কর সিদ্দিক সড়ক এলাকার হলুদ মরিচ গুঁড়ার কারখানায় হলুদ মরিচের গুঁড়া বাতাসে ছড়িয়ে পরিবেশ দূষণ করছে। একই সঙ্গে এসব কারখানায় ভেজাল দ্রব্য মিশিয়ে মসলা তৈরি হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় আবুবক্কর সিদ্দিক সড়কের ১০টি ক্রাসিং কারখানার মালিককে ২০ হাজার টাকা করে দুই লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। দণ্ডিতরা হলেন- ফরিদ মিলস’র সহিদুল ইসলাম (শাহীন), ইসমাইল মিলস’র মো. ইসমাইল, বৈশাখী মিলস’র রবিন্দ্র দেবনাথ, আলাউদ্দিন ট্রেডার্স’র আলাউদ্দিন, আইয়ুব আলী ট্রেডার্স’র আইয়ুব আলী, ভূঁইয়া মসলা মিলস’র আবুল কালাম আজাদ, নারায়ণ  মিলস’র নারায়ণ বণিক, এরশাদ মিলস’র এরশাদ উল্যা, তৈয়ব মিলস’র আবু তৈয়ব ও মেসার্স আবুল হোসেন মিলস’র আবুল হোসেন।

জাবি ছাত্রদলের দেওয়াল লিখন কর্মসূচি
জাবি প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচির আওতায় দেওয়াল লিখন ও বিভিন্ন স্পটে চিকা মারা কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। গতকাল সকালে শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকতের নেতৃত্বে সাভার থেকে নবীনগর পর্যন্ত এবং জাবি প্রধান ফটক, প্রান্তিক গেট, বিশমাইল গেট, কর্মকর্তা কর্মচারী ইউনিয়ন, চোরঙ্গীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্পটে দেয়ালে চিকা অঙ্কন করে নেতা-কর্মীরা। এ সময় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, ‘বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্র ঘোষিত সকল শান্তিপূর্ণ কর্মসূচি সফলভালে পালন করে আসছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আগামীদিনেও এই ধারা অব্যাহত থাকতে এবং দেশনেত্রীকে মুক্ত করার জন্য জীবনবাজি রেখে কেন্দ্র ঘোষিত যেকোনো কর্মসূচি পালন করতে জাবি ছাত্রদল সর্বদা প্রস্তুত।

নবাবগঞ্জে ইয়াবাসহ ২ বিক্রেতা আটক
নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: নবাবগঞ্জ উপজেলায় ৩৬০ পিস ইয়াবাসহ মোসলেম (৩৫) ও শেখ ইউসুফ (২৮) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। আটক মোসলেম কৈলাইল গ্রামের মৃত ওয়ালিউল্লার ছেলে ও শেখ ইউসুফ আমীরপুর গ্রামের শেখ জামালের ছেলে। নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন বাংলানিউজকে বলেন, বুধবার রাতে ৩০৫ পিস ইয়াবাসহ মোসলেমকে এবং ৫৫ পিস ইয়াবাসহ ইউসুফকে আটক করে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করছিল।

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: আড়াইহাজারে পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা হাইজাদী ইউনিয়নের কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মিহন। সে ওই এলাকার মালয়েশিয়ান প্রবাসী মনির হোসেনের ছেলে। নিহতের পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার  মিহন বাড়ির উঠানে অন্য শিশুদের সঙ্গে খেলা করছিল। একপর্যায়ে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সকাল সাড়ে ৯টার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখতে পায়। পরে তারা ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিকলীতে ২ ইয়াবা ব্যবসায়ী আটক
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: নিকলীতে আল আমিন (২৪) ও মিজানুর রহমান (২৫) নামে ২ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪। গতকাল বৃহস্পতিবার তাদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ। নিকলী থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাওর উপজেলা নিকলীর প্রত্যন্ত হাওর গ্রামগুলিকে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ব্যবসায়ীরা দুর্গের মতো ব্যবহার করে আসছে। মাঝে মাঝে আইন প্রয়োগকারী সংস্থার অভিযানে দু-একজন মাদক ব্যবসায়ী ধরা পড়লেও রাগব বোয়ালরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। বুধবার রাতে র‌্যার-১৪ কিশোরগঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর গ্রামে অভিযান চালায়। এ সময় সামছুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ি থেকে ১ হাজার ৩শ’ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ৪ হাজার ৫০ টাকাসহ বাড়ির মালিকের পুত্র ইয়াবা ব্যবসায়ী মিজানুর রহমান ও তার সহযোগী  প্রতিবেশী নূরুল ইসলামের পুত্র আল আমিনকে আটক করে নিকলী পুলিশে সোপর্দ করে র‌্যাব। তাদের নামে নিকলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়।

সোনামসজিদ বন্দরে ১০ স্বর্ণের বার জব্দ
চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি: শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর এলাকা থেকে বুধবার রাতে অর্ধ কোটি টাকা মূল্যের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
বৃহস্পতিবার সকালে চাঁপাই নবাবগঞ্জ ৫৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাবিলদার সাইফুর রহমানের নেতৃত্বে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির একটি টহল দল বুধবার রাত সোয়া ১২টার দিকে সোনামসজিদ স্থলবন্দরের ১নম্বর গেটের নিকট থেকে মালিকবিহীন অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করে, যার ওজন ১ কেজি ১৬০ গ্রাম। উদ্ধারকারী স্বর্ণের বাজার মূল্য ৫০ লাখ টাকা। স্বর্ণের বারগুলো জেলা প্রশাসকের ট্রেজারি ভোল্টে জমা করা হবে বলে জানান তিনি।

ধামরাইয়ে ভেকুতে অগ্নিসংযোগ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ধামরাইয়ে মাটি কাটাকে কেন্দ্র করে ভেকুতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আসামি করে ধামরাই থানায় একটি অভিযোগ করা হয়েছে।  জানা গেছে, ধামরাইয়ের কান্দা গ্রামের আজাহার আলী, মোশারফ হোসেনসহ কয়েকজন মিলে শেওরাইল বারিল্লা বিলে স্থানীয়দের কাছ থেকে মাটি কিনে তা ভেকু দিয়ে ট্রাকের মাধ্যমে ইট ভাটায় বিক্রি করে আসছিল। জমি ক্রয় করাকে কেন্দ্র শেওরাইল গ্রামের সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে গত বুধবার তর্ক হয়। রাতেই কে বা কারা প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ভেকুটিতে অগ্নিসংযোগ করে। গতকাল সকালে খবর পেয়ে ভেকুর মালিক বোরহান উদ্দিন অগ্নিসংযোগকৃত ভেকু দেখে কান্না করে  মাটিতে লুটিয়ে পড়ে। এ ঘটনায় সন্দেহ করে শেওরাইল গ্রামের আঃ মজিদ, সিরাজুল ইসলাম, আয়েন আলী, মবেদ আলীসহ ৭ জনকে আসামি করে মাটি ব্যবসায়ী মোশারফ হোসেন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দাখিল করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status