বাংলারজমিন

চির বিদায় বীরপ্রতীক কাঁকন বিবি

সুনামগঞ্জ প্রতিনিধি

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৬ পূর্বাহ্ন

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সম্মুখে সমরে অংশ নেয়া মুক্তিযোদ্ধা, গুপ্তচর ও বীরাঙ্গনা কাঁকন বিবিকে রাষ্ট্রীয় সম্মাননায় সমাহিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টায় জানাজার নামাজ শেষে জিরাগাঁও গ্রামের বাড়ির আঙ্গিনায় পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বুধবার রাত সাড়ে ১১টায় সিলেট ওসমানী হাসপাতালে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে মারা যান মুক্তিযুদ্ধে অসামন্য অবদান রাখা এই নারী। গতকাল দুপুরে তাঁর মরদেহ এসে পৌঁছে নিজ গ্রামে। দুপুর সাড়ে ৩টায় দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে কাঁকন বিবির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর সহযোদ্ধা, স্বজন, শুভানুধ্যায়ীসহ সর্বস্তরের মানুষজন জানাজার নামাজে অংশ নেন।  চোখের জলে বিদায় দেন তাঁকে। এর আগে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের নেতারা। পুলিশের একটি চৌকস দল বিউগলে করুণ সুর তুলে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, জেলা আওয়ামী লীগ নেতা শামীম আহমদ চৌধুরী প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status