দেশ বিদেশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের (২০১৮-১৯ কার্যবর্ষ) জন্য দুই দিনব্যাপী (২১ ও ২২শে মার্চ) ভোটগ্রহণ গতকাল শেষ হয়েছে। সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত (১ ঘণ্টা মধ্যাহ্ন বিরতি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ছয় হাজার ১৫২ জন আইনজীবী ভোটারের মধ্যে ভোটগ্রহণের দুই দিনে চার হাজার ৮৬৫ জন ভোট দেন। এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪টি পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ১৪ জন প্রার্থী ও বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেলের ১৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া সভাপতিসহ বিভিন্ন পদে আরো পাঁচ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সাদা প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন এবং সম্পাদক পদে শেখ মোহাম্মদ মোরশেদ প্রার্থী হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে সভাপতি পদে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও সম্পাদক পদে এম মাহবুব উদ্দিন খোকন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status