দেশ বিদেশ

ক্ষমতায় টিকে থাকতে উন্নয়নের মিছিল করছে সরকার: আমীর খসরু

স্টাফ রিপোর্টার

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন

ক্ষমতায় টিকে থাকতে সরকারকে উন্নয়নের মিছিল করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন- সরকারের দুর্বলতা এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে, ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের উন্নয়নের মিছিল করতে হচ্ছে। দেশের মানুষ কী এতো বোকা হয়ে গেছে যে, আপনি উন্নয়নের মিছিল করে উন্নয়নের কথা বলবেন আর মানুষ সেটা গিলবে। এমনটা বিশ্বাস করার কোনো কারণ আছে? উন্নয়নটা কার হয়েছে? উন্নয়ন তো ক্ষমতাসীনদের হয়েছে, বাংলাদেশে কোনো উন্নয়ন হয়নি। জিয়া পরিষদের ৩১তম বর্ষে পদার্পণ উপলক্ষে গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যুতের দাম সাতগুণ বেড়েছে। গ্যাসের দাম বেড়েছে চারগুণ। চালের দাম এখন ৭০ টাকা। সাধারণ মানুষের জীবন যাত্রার মান কমে গেছে। অথচ সরকার উন্নয়নের কথা বলছে। পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন, দ্রব্যমূল্যের সঙ্গে তুলনা করে মানুষের যে আয়ের প্রবৃদ্ধি হয়েছে সেই হিসেবে আমরা দেখছি- সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। দেশে কর্মসংস্থান নেই, ব্যাংকের টাকার লুট করে নিয়ে যাচ্ছে কোনো বিচার নেই, শেয়ারবাজার লুট ও বিদেশে লক্ষ-কোটি টাকা পাচার করছে কোনো বিচার নেই। এসব কী উন্নয়ন? তিনি বলেন, দেশে কোনো বিরোধী দল নেই। তারা সরকারের কাছে আবেদন করে আমরা কী প্রকৃত বিরোধী দল হতে পারব? দেশের এই ‘সংকটজনক’ অবস্থা থেকে উত্তরণে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবির মুরাদের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক এসএম হাসান তালুকদার, জিয়া পরিষদের সহ-সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম, মহাসচিব অধ্যাপক এমতাজ হোসেন, কেন্দ্রীয় নেতা অধ্যাপক হাসনাত আলী, অধ্যাপক মুজিবুর রহমান, অধ্যাপক আবুল কালাম আজাদ, ড. মোস্তফা কামাল পাশা, ড. মো. আখতারুজ্জামান বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status