দেশ বিদেশ

ঢাবিতে আনন্দ উদযাপনের খবর সংগ্রহে বিড়ম্বনা

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৫৩ পূর্বাহ্ন

জাতিসংঘ কর্তৃক বাংলাদেশকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দেয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘আনন্দ উদযাপন’ কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুর ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্মৃতি চিরন্তনে ‘উন্নয়নশীল দেশে উত্তরণ, শেখ হাসিনা সরকারের অর্জন’ শিরোনামে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে পূর্ব নির্ধারিত এ আনন্দ উৎসবের খবর সংগ্রহ করতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয়েছে সাংবাদিকদের। আয়োজকরা খবর সংগ্রহে বিএনসিসি সদস্যদের দ্বারা নজিরবিহীন কড়াকড়ি আরোপ করেন। সাংবাদিক পরিচয় দেয়ার পরও বিএনসিসির কতিপয় সদস্য একাধিক সংবাদকর্মীর সঙ্গে উচ্চবাচ্য করে ও গায়ে ধাক্কা দেন। সাংবাদিকদের পক্ষ থেকে বিষয়টি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অবহিত করা হলেও কোনো  ধরনের সুরাহা হয়নি। বরং এরপরও বিএনসিসি সদস্যরা অশোভন আচরণ অব্যাহত রাখে। স্মৃতি চিরন্তনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে সাংবাদিকরা স্মৃতি চিরন্তনের কাছাকাছি অবস্থান নিয়ে থাকেন। কারণ সেখানেই মূল অনুষ্ঠানের ফোকাস থাকে। কিন্তু গতকাল সেদিকে যেতে সাংবাদিকদের বারবার বাধা দেয়া হয়েছে। হেনস্তার শিকার হয়েছে অনেক সাংবাদিক। মূল অনুষ্ঠানের সামনে সাংবাদিকদের দাঁড়াতে না দিয়ে যখন অশোভন আচরণ করা হচ্ছে, ঠিক তখনই একই স্থানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী, ছাত্রলীগের বিভিন্ন হলের প্রায় শ’খানেক লোক অবস্থান নিয়েছিলেন। বেশ কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, রাস্তার দু’পাশে সারিবদ্ধভাবে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অবস্থান নেয়ায় সেদিকে যেতে চাইলে তাদের বাধা দেয় বিএনসিসির সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সাংবাদিক পরিচয় দেয়ার পরও মুহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানীর নেতৃত্বে তার অনুসারীরা উচ্চবাচ্য করে এক সাংবাদিককে ধাক্কা দেয়। এ ছাড়াও কয়েকটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিকরা ক্যামেরা নিয়ে মূল অনুষ্ঠানের সামনে যেতে চাইলেও ঘটে একই ঘটনা। এমনকি আগে থেকেই যেসব গণমাধ্যমকর্মী মূল অনুষ্ঠানের সামনে অবস্থান নিয়েছিলেন, তাদের সঙ্গেও বিএনসিসি কতিপয় সদস্য অশোভন আচরণ করে। বিষয়টি ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে অবহিত করার পরও একই ধরনের আচরণ অব্যাহত থাকে। এদিকে বিএনসিসির সদস্যরা সাংবাদিকদের দাঁড়াতে না দিয়ে ভিসিসহ মূল অনুষ্ঠানের অতিথিদের সামনে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করে। যদিও ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কর্মসূচিতে ভিসি বা অন্য কাউকে এভাবে বিশেষ নিরাপত্তা দেয়ার নজির নেই।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status