এক্সক্লুসিভ

সন্তান হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:৩১ পূর্বাহ্ন

প্রতিকী ছবি

একমাত্র কন্যা সন্তানকে হত্যার ভয় দেখিয়ে বরিশালের গৌরনদীতে এক গৃহবধূ (১৯)কে তিনদিন আটকে রেখে ধর্ষণ করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক বখাটে জাকির হোসেন হাওলাদার (৩০) ও তার সহযোগী প্রটোকল চালক লোকমান হোসেন সরদার (২২)কে গ্রেপ্তার করেছে।

ধর্ষিতার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বাসুদেব পাড়া গ্রামের গৃহবধূ (১৯) গত ১৭ই মার্চ বিকালে তার পিত্রালয় পার্শ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার সুজনকাঠী গ্রাম থেকে স্বামীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে মাহিন্দ্রা যোগে গৌরনদী বাসস্ট্যান্ডে আসে। এ সময় সেখানে তার সঙ্গে দেখা হয় তার প্রতিবেশী চাচা শ্বশুর প্রটোকল (ভাড়ায় চালিত মোটরসাইকেল) চালক বখাটে লোকমান সরদারের সঙ্গে। সে স্বামীর বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে তিন বছর বয়সী শিশুকন্যাসহ ওই গৃহবধূকে নিজের মোটরসাইকেলে তুলে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর সে তাদের অপর প্রতিবেশী বখাটে জাকির হোসেন হাওলাদারকে একই মোটরসাইকেলে তুলে নেয়। এরপর মোটরসাইকেলে বসে কৌশলে তারা গৃহবধূর শিশুকন্যাটিকে হত্যার ভয় দেখিয়ে পার্শ্ববর্তী বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার একটি নির্জন বাড়ির একতলা পাকা ভবনের ভেতরে আটকে রাখে। এর পর টানা তিনদিন ধরে সেখানে আটকে রেখে বখাটে জাকির বেশ কয়েকবার গৃহবধূকে ধর্ষণ করে। ২০শে মার্চ বিকালে সন্তানসহ গৃহবধূকে ওই ভবনে রেখে ধর্ষক খাবার কিনতে বাইরে গেলে গৃহবধূ সন্তানসহ কৌশলে সেখান থেকে পালিয়ে এসে রহমতপুর বাসস্ট্যান্ডে ওঠে। পরে এক দোকানদারের সহায়তায় তার মোবাইল ফোন দিয়ে নিজের মাকে খবর দেয়। খবর পেয়ে গৃহবধূর মা ও শাশুড়ি তাকে উদ্ধার করে নিয়ে আসে।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুনিরুল ইসলাম জানান, ঘটনার পর ধর্ষিতা গৃহবধূ বাদী হয়ে গত ২১শে মার্চ নারী ও শিশু নির্যাতন দমন আইনে গৌরনদী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই রাতেই অভিযান চালিয়ে ধর্ষক বখাটে জাকির হোসেন হাওলাদার (৩০) ও তার সহযোগী প্রটোকল চালক লোকমান হোসেন সরদার (২২) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের গতকাল সকালে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষিতা গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status