বিশ্বজমিন

ইস্টার্ন ঘৌটা ছাড়ছে বিদ্রোহীরা

মানবজমিন ডেস্ক

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:২৭ পূর্বাহ্ন

পরিবারসহ সিরিয়ার ইস্টার্ন ঘৌটার একটি প্রধান শহর ছেড়ে চলে যাচ্ছে বিদ্রোহীরা। সরকারের সঙ্গে এক চুক্তির আওতায় শহর ত্যাগ করছে তারা। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ইস্টার্ন ঘৌটার হারাস্তা শহর ত্যাগ করেছে ৮৮ বিদ্রোহী ও ৪৫৯ বেসামরিক নাগরিক। চুক্তি অনুসারে, বিদ্রোহী আহরার আল-শাম গোত্রের ১ হাজার ৫০০ যোদ্ধা ও ৬ হাজার বেসামরিক নাগরিককে হারাস্তা থেকে দেশের দক্ষিণাঞ্চলীয় বিদ্রোহী অধ্যুষিত ইদলিব প্রদেশে সরিয়ে নেয়ার কথা রয়েছে সরকারের। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, এক মাস আগে ইস্টার্ন ঘৌটায় হামলার পরিমাণ বৃদ্ধি করে রাশিয়া সমর্থিত সিরিয়া সরকার। পর্যবেক্ষগণ সংস্থার তথ্য অনুসারে, তখন থেকে এখন পর্যন্ত বিমান ও কামান হামলায় নিহত হয়েছে ১ হাজার ৫০০ বেসামরিক নাগরিক। এছাড়া গৃহহীন হয়েছে কমপক্ষে ৫০ হাজার মানুষ। পায়ে হেঁটে শহর ছেড়ে পালিয়েছেন তারা। তবে সমপ্রতি সরকারি বাহিনী ইস্টার্ন ঘৌটার ৭০ শতাংশেরও বেশি এলাকা দখল করে নেয়ার পর অঞ্চলটি ছেড়ে যেতে সম্মত হয় বিদ্রোহীরা। সরকারের সঙ্গে করা এক চুক্তির আওতায় ধীরে ধীরে হারাস্তা ছেড়ে যাচ্ছে তারা। এই চুক্তির পৃষ্ঠপোষকতা করেছে সিরিয়া সরকারের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া। বৃহস্পতিবার থেকে কয়েদি বিনিময়ের মধ্য দিয়ে চুক্তির বাস্তবায়ন শুরু হয়।

রাষ্ট্র পরিচালিত টিভি চ্যানেলে বলা হয়েছে, বিদ্রোহীদের হাতে বন্দি থাকা ১৩ সেনাকে মুক্ত করে দেয়া হয়েছে। পরবর্তীতে সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের শহর ছাড়ার বিষয়টি নিশ্চিত করে। সংস্থাটি জানায়, সংস্থাটির কর্মীরা হারাস্তায় প্রবেশ করেছে। তারা বেসামরিক নাগরিকদের বাসে ওঠার ছবি পোস্ট করেছে অনলাইনে। বার্তা সংস্থা সানা অনুসারে, স্থানীয় সময় দুপুর ২টার ভেতরে, হারাস্তা ত্যাগ করে মোট ৫৪৭ জন মানুষ।

হারাস্তা নিয়ন্ত্রণকারী বিদ্রোহী দল আহরার আল-শাম বিদ্রোহীদের শক্ত ঘাঁটি ইদলিবে নিরাপদ উত্তরণের শর্তে লড়াই বন্ধ করতে রাজি হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status