বাংলারজমিন

৬ দিনেও সন্ধান মেলেনি বিএনপি নেতা নজরুলের

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:১৩ পূর্বাহ্ন

গত ৬ দিনেও খুলনা জেলা বিএনপি’র সহ-ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলামের সন্ধান মেলেনি। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রয়েছে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠায়। একই সঙ্গে নজরুল ইসলামের অবস্থান এবং নিখোঁজের বিষয়ে কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। গত ১৭ই মার্চ রাত সাড়ে ৭টার দিকে আটলিয়া গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম হোসেনের বাড়ির সামনে থেকে জেলা বিএনপি’র সহ-ধর্মবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নিখোঁজ হন। ঘটনাস্থলে তার ব্যবহৃত টুপি,  মোটরসাইকেল ও চাবি উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে নজরুলের স্ত্রী ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এদিকে ঘটনার পরদিন রোববার এক সংবাদ সম্মেলনে নজরুলকে প্রশাসনের সাদা পোশাকের সদস্যরা মোটরসাইকেল যোগে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করে বলেন জেলা বিএনপি’র নেতারা। তাকে যে কোনো অবস্থায় ফিরিয়ে দেয়ারও দাবি জানান বিএনপি নেতারা। নজরুল ইসলাম আঠারোমাইল দাখিল মাদরাসার শিক্ষক, সাবেক ইউপি সদস্য বেতাগ্রামের মৃত মানিক মোড়লের ছেলে।
এদিকে গত মঙ্গলবার ডুমুরিয়া উপজেলার বেতাগ্রামে নজরুল ইসলামের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন জেলা বিএনপি নেতারা। তারা নজরুলের মা, স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের সকলকেই সান্ত্বনা দেন এবং ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দেন। এরপর নজরুল নিখোঁজ হওয়ার ঘটনাস্থলও পরিদর্শন করেছেন নেতারা। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সহ-সভাপতি মনিরুজ্জামান মন্টু, উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর, সাধারণ সম্পাদক মোল্লা মোশাররফ হোসেন মফিজ, আশরাফুল আলম নান্নু, শামছুল আলম পিন্টু, মুর্শিদুর রহমান, প্রভাষক জাহিদুর রহমান রাজু, রফিকুল ইসলাম বাবু, ডাক্তার আলম, প্রভাষক মনিরুল হক, খান ইসমাইল হোসেন, শেখ দিদারুল হোসেন দিদার, বি এম মনিরুজ্জামান, গাজী আবদুল হালিম, শেখ সরোয়ার হোসেন, হাবিবুর রহমান হবি, ইমান আলী মোড়ল, এম এ সালাম, সরদার আবদুল মালেক, সরদার দৌলত হোসেন, মাওলানা নজরুল ইসলাম, শাহাদাৎ হোসেন, শেখ সেলিম, আবু বকর সিদ্দিক, আমিনুর রহমান, মশিয়ার রহমান, আইয়ুব আলী, আঃ গাফ্‌ফার, প্রভাষক মঞ্জুর রশিদ, কামাল হোসেন, বোরহান উদ্দিন, সাত্তার মোড়ল, শহিদুল ইসলাম, আশরাফুল আলম ও আবুল কালাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status