বাংলারজমিন

ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে স্কুলে তালা

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৯:১২ পূর্বাহ্ন

উন্নয়নশীল তালিকায় দেশ স্থান পাওয়ায় সারা দেশে যখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চলছে বিজয় র‌্যালি ঠিক সেই মুহূর্তে বাগেরহাটের চিতলমারীতে একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধকে কেন্দ্র করে ক্লাসরুমে তালা লাগিয়ে
দিয়েছে স্বার্থান্বেষী মহল। এ ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হওয়ায় চরম সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পরস্পর
বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ অবস্থায় একটি স্বার্থান্বেষী মহল আদালতকে উপেক্ষা করে স্কুলে ম্যানেজিং কমিটি গঠন করে।
এতে শিক্ষক-অভিভাবকদের মধ্যে চরম বিরোধের সৃষ্টি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকাল ১০টার দিকে বর্তমান ম্যানেজিং কমিটির সদস্য ও তাদের পক্ষের কয়েকজন শিক্ষকের ইন্দনে কতিপয় ছাত্রকে দিয়ে স্কুল চলাকালীন তালা লাগিয়ে দেয়া হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এতে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নষ্ট হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন এলাকার সচেতন মহল।
ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজেন্দ্র নাথ মণ্ডল জানান, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আদালতে মামলা প্রক্রিয়াধীন অথচ একটি স্বার্থান্বেষী মহল তাকে দিয়ে নতুন কমিটি বৈধ করার জন্য হুমকি-ধমকি ও চাপ প্রয়োগ করে আসছে। এতে তিনি রাজি না হওয়ায় গতকাল বৃহস্পতিবার স্কুল চলাকালীন কতিপয় লোকজন ছাত্রদের দিয়ে নানা অজুহাতে স্কুলে তালা লাগিয়ে দেয়। বিষয়টি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে অবহিত করেছেন। বর্তমানে তিনি ওই মহলের হুমকির মুখে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও অভিযোগ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status