বিশ্বজমিন

ভারতে গো-মাংস ব্যবসায়ীকে হত্যার দায়ে ১১ জনের যাবজ্জীবন

মানবজমিন ডেস্ক

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৯ পূর্বাহ্ন

ভারতে এক মুসলিম গো-মাংস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার দায়ে ১১ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলীয় ঝাড়খ- রাজ্যের আদালত এই সাজা ঘোষণা করে। সাজাপ্রাপ্তরা গত বছর গোমাংস পরিবহনের দায়ে আলিমুদ্দিন আনসারী নামে ৫৫ বছর বয়সী এক মাংস ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করে। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, ভারতে সাম্প্রতিক সময়ে গরুর মাংস খাওয়া, রাখা বা বিক্রি করার কারণে মুসলমানদের উপর বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। কিন্তু প্রথমবারের মতো এধরনের ঘটনায় কাউকে শাস্তি দেওয়া হলো। আনসারীকে হত্যার ঘটনায় ১২ জনকে গ্রেফতার করেছিলো পুলিশ। এদের মধ্যে ১১ জনকে সাজা দিয়েছে আদালত। বাকি একজনের বিষয়ে আদালত এখনও কোন সিদ্ধান্ত দেয়নি। জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তি একজন কিশোর।

মামলার বিষয়ে সরকারি আইনজীবী সুশীল কুমার শুক্লা বলেন, “আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছিলাম আদালতের কাছে। কিন্তু আদালত অভিযুক্ত একজনের বিরুদ্ধে কোন শাস্তির কথা বলেনি। কারণ তার বয়স ১৬ থেকে ১৮ এর মধ্যে।” নিহত গো-মাংস ব্যবসায়ী আলিমুদ্দিন আনসারীর ছেলে বলেন, আদালতের রায়ে তার পরিবার ‘সন্তুষ্ট’। তবে রাজ্য সরকারের কাছ থেকে কোন ধরনের ক্ষতিপূরণ না পাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তিনি। রায়ের পর আদালতের বাইরে ব্যবসায়ী আনসারীর স্ত্রী মরিয়ম খাতুন বলেন, তার স্বামীর মৃত্যু একটি মর্মান্তিক ঘটনা। এতে তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। তারা আর রক্তপাত চান না। তিনি বলেন, পরিবার নিয়ে সমাজে শান্তিতে বসবাস করতে চান।

উল্লেখ্য, হিন্দুরা গরুকে অত্যন্ত পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করে। কট্টরপন্থী হিন্দুরা মনে করে গরুর সুরক্ষা নিশ্চিত করা তাদের ধর্মীয় দায়িত্ব। দেশটির বিভিন্ন রাজ্যে গরু হত্যাকে অবৈধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ঝাড়খ- অন্যতম। হিন্দুত্ববাদী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় আসার পর থেকে গো-রক্ষার নামে বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পায়। এরা গোমাংস থাকার অভিযোগে বিভিন্ন মুসলিম ও দলিত সম্প্রদায়ের উপর হামলা চালায়। এধরনের হামলায় ভারতে প্রায় ১২ জন নিহত হয়েছে। বেশিরভাগ সময়েই গুজবের উপর ভিত্তি করে মুসলমানদের উপর এসব হামলা চালানো হয়। পরে যার কোন তথ্যপ্রমাণ খুঁজে পাওয়া যায় না। গত বছর এধরনের তৎপরতার বিরুদ্ধে ভারতে বেশকিছু প্রতিবাদ ও বিক্ষোভ হয়েছে। একটি ফেসবুক পোস্ট ‘নট ইন মাই নেইম’ থেকে এই প্রতিবাদের সূচনা ঘটে। রাজধানী দিল্লিতে ২০১৭ সালের জুন মাসে মুসলিম এক কিশোরকে হত্যার পর সাবা দেওয়ান নামে একজন ফেসবুকে হ্যাশট্যাগ দিয়ে এই প্রচারণা চালিয়ে প্রতিবাদের ডাক দিয়েছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status