বিনোদন

‘এটা আমাদের জন্য ভালো খবর নয়’

ফয়সাল রাব্বিকীন

২৩ মার্চ ২০১৮, শুক্রবার, ৮:৩৬ পূর্বাহ্ন

গুণী সংগীতশিল্পী মৌটুসী পার্থ। দীর্ঘ সময় ধরে সংগীতাঙ্গনের সঙ্গে যুক্ত তিনি। তার গাওয়া গানগুলো শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়েছে। নতুন গানের বাইরে তিনি এখন স্টেজ নিয়ে ব্যস্ত। তবে তার এই দেশ-বিদেশের স্টেজ ব্যস্ততা নতুন কিছু নয়। ক্যারিয়ারের শুরু থেকেই এ ব্যস্ততার মধ্যদিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে বিভিন্ন দেশে গান গাওয়ার অভিজ্ঞতা হয়েছে তার। এসব দেশে বাংলা গান ছড়িয়ে দেয়ার ক্ষেত্রেও ভালো ভূমিকা রাখছেন তিনি। তবে দেশীয় সংগীতজগতে এতটা বছর পাড়ি দেয়ার পরও এতটুকু ক্লান্ত নন মৌটুসী। বরং নতুন উদ্যমে কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমানে নতুন গান ও স্টেজ-শো নিয়ে সরব রয়েছেন এ গায়িকা। সব মিলিয়ে কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে আপনার? উত্তরে মৌটুসী পার্থ বলেন, আমি বেশ ভালো আছি। এখন গান নিয়েই আছি। পরিবারকে সময় দিচ্ছি। গান ও পরিবার নিয়ে আমি ভালো সময় পার করছি। আপনার বর্তমান ব্যস্ততা কী নিয়ে? মৌটুসী পার্থ বলেন, মূলত এখনকার ব্যস্ততা হলো স্টেজ-শো নিয়ে। গেল শীত মৌসুমজুড়েই স্টেজ ব্যস্ততা ছিল টানা। এখনো শো-এর ব্যস্ততা রয়েছে। এই শো আয়োজন চলবে বর্ষা পর্যন্ত। ততদিন পর্যন্ত স্টেজ-শো নিয়ে থাকতে হবে। আর শো করতে আমার বরাবরই খুব ভালো লাগে। কারণ, প্রকৃত শিল্পীরা স্টেজে সরব থাকবেন- সেটাই স্বাভাবিক। আমি নিজেও স্টেজে শ্রোতাদের সরাসরি গান শোনাতে স্বাচ্ছন্দ্যবোধ করি। নতুন গান কি করছেন? মৌটুসী পার্থ বলেন, নতুন কিছু গান করেছি। এর মধ্যে সম্প্রতি আমার বন্ধু শওকত আলী ইমনের সুরে একটি দেশের গানে কণ্ঠ দিলাম। এখানে আরো বেশ কজন জনপ্রিয় শিল্পী রয়েছেন। অনেক সুন্দর একটি গান। খুব শিগগিরই গানটি শ্রোতারা শুনতে পাবেন। এর বাইরে আমার জন্য একটি গানের সুর ও সংগীতায়োজন করে রেখেছে আরফিন রুমি। তবে ভয়েস দেয়া হয়নি। আর রুমি নিজেও এখন কাজ বন্ধ রেখেছে। আবার শুরু করলে হয়তো এ গানটির কাজ সম্পন্ন হবে। এছাড়া আরো কয়েকটি গান করার কথাবার্তা চলছে। ব্যাটে-বলে মিললে সেগুলো করে ফেলবো। সংগীতের এ সময়ের অবস্থাটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? মৌটুসী বলেন, সময়ের সঙ্গে সবকিছু পরিবর্তন হবে সেটা স্বাভাবিক। এখন অনেক কিছুর পরিবর্তন হয়েছে। তবে ফলাফল কিন্তু একই রকম মনে হচ্ছে। আমাদের বাজারটা খুব ছোট। সীমাবদ্ধতা হচ্ছে বাংলা ভাষা। কারণ বাংলা ভাষার শ্রোতা ইংরেজি কিংবা হিন্দির চাইতে কম। এ সময়ে অবস্থা আরো খারাপ বলে মনে হয় আমার কাছে। কারণ, আমি নিজেই দেখছি মানুষ এখন বাংলাদেশের কিংবা কলকাতার বাংলা গান তেমন শুনছে না। শুনছে বেশি হিন্দি গান। আমাদের হাবিব ওয়াহিদ যখন গান শুরু করলো তখন একটা জোয়ার শুরু হয়েছিল বাংলা গানের। তখন হিন্দি গানের প্রভাবটা কমে যেতে দেখেছি। কিন্তু এখন আবার বিদেশি গানের প্রভাব লক্ষণীয়। এটা আমাদের জন্য ভালো খবর নয়।

এর কারণ কী বলে আপনি মনে করেন? মৌটুসী বলেন,  আসলে হাবিব পরবর্তী সময়ে যারা কাজ করছে, তারা একই ধরনের সুরের গান করছে। এসব গান শুনতে শুনতে মানুষ বিরক্ত। হাবিব একটা নতুন ট্রেন্ড তৈরি করেছিল। তারপর প্রায় সবাই হাবিবকেই অনুসরণ করছে। যার ফলে একঘেয়েমি চলে এসেছে গানে। এখান থেকে বের হতে হবে। আপনার পরামর্শ কী থাকবে? মৌটুসী বলেন, আসলে ভালোবাসা থাকতে হবে মিউজিকের প্রতি। আর শিখতে হবে ও জানতে হবে। এর বিকল্প নেই। এসব কিছু থাকলে সফলতার পেছনে ছুটতে হবে না। সফলতাই তার পেছনে ছুটবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status