ভারত

ভারতে রাজ্যসভার নির্বাচনের ৮৭ শতাংশ প্রার্থীই কোটিপতি

কলকাতা প্রতিনিধি

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ৭:৪২ পূর্বাহ্ন

ভারতীয় সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার নির্বাচনের প্রার্থীদের ৮৭ শতাংশই কোটিপতি। আর সবচেয়ে ধনী প্রার্থী হলেন সংযুক্ত জনতা দলের মহেন্দ্র প্রসাদ। তার সম্পত্তির পরিমাণ  ৪ হাজার ৭৮ কোটি রুপি। বেসরকারি পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এই তথ্য জানিয়েছে। এডিআর ৬৪ জনের মধ্যে ৬৩ প্রার্থীর স্বঘোষিত হলফনামা খতিয়ে দেখেছে। আগামী ২৩শে মার্চ ১৬ টি রাজ্যের ৫৮ টি রাজ্যসভা আসনের নির্বাচনে এই ৬৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের ৫৫ জন অর্থাৎ ৮৭ শতাংশই কোটিপতি। জানা গেছে, এই ৬৩ জন প্রার্থীর গড় সম্পদের পরিমাণ ১২২.১৩ কোটি রুপি। তবে সবচেয়ে কম সম্পদ বিজেডি-র অচ্যুতানন্দ সামানানতার। তার সম্পদের পরিমাণ ৪ লক্ষ ৯৬ হাজার রুপি। তথ্য মতে, মহেন্দ্র প্রসাদের পরেই ধনী প্রার্থীর তালিকায় রয়েছেন অভিনেত্রী সমাজবাদীপার্টির প্রার্থী জয়া বচ্চন। তার সম্পত্তির পরিমাণ ১ হাজার ১ কোটি। তবে তিনি নির্বাচন কমিশনে দাখিল করা তথ্যে জানিয়েছেন, তার ১০৫কোটি  ৬৪ লক্ষ রুপি ঋণ রয়েছে। এছাড়াও একশ কোটি রুপির বেশি মূল্যের সম্পত্তি রয়েছে জনতা দল (এস) প্রার্থী বি এম ফারুক (৭৬৬ কোটি রুপি), কংগ্রেসের অভিষেক মনু সিংভি (৬৪৯ কোটি রুপি), তেলেগু দেশম পার্টির সিএম রমেশের (২৫৮ কোটি রুপি)। এদের প্রত্যেকেরই বেশ কয়েক কোটি রুপি ঋণ রয়েছে। দলগতভাবে বিজেপির ২৯ প্রার্থীর মধ্যে ২৬ জন, কংগ্রেসের ১১ জনের মধ্যে ১০ জন, তৃণমূল কংগ্রেসের ৪ প্রার্থীর মধ্যে ৩ জন, টিআরএসের ৩ জন, সংযুক্ত জনতা দলের দুই জন এবং সমাজবাদী পার্টির  এক প্রার্থীর ঘোষিত সম্পদের পরিমাণ ১ কোটি রুপির বেশি। এডিআর আরও জানিয়েছে, ১৬ জন প্রার্থীর বিরুদ্ধেই রয়েছে ফৌজদারি মামলা। তাদের মধ্যে আট জনের বিরুদ্ধে রয়েছে অপহরণ, খুনের চেষ্টা ও ডাকাতির মতো গুরুতর অপরাধের মামলা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status