খেলা

টেস্টে ৪০০তম উইকেটের মাইলফলক স্পর্শ ব্রডের

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ২:০২ পূর্বাহ্ন

ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্টুয়ার্ট ব্রডের অভিষেক ২০০৬-এ। ২০০৭-এ টি-টোয়েন্টি বিশ্বকাপে এ পেসারের করা এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছিলেন ভারতীয় মারকুটে ব্যাটসম্যান যুবরাজ সিং। এরপরও ভেঙে পড়েননি ব্রড। ঐ বছরের শেষের দিকে ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তার। তখনকার ২০ বছরের যুবা ব্রডের বয়স এখন ৩১। বয়সের সাথে উইকেটের ক্ষুধাটাও যে বেড়েছে তা বুঝিয়ে দিলেন মাইলফলক স্পর্শ করে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে দ্বিতীয় ইংলিশ বোলার হিসেবে ৪০০তম টেস্ট উইকেটের রেকর্ড গড়লেন ব্রড। অকল্যান্ডে ক্যারিয়ারের ১১৫তম টেস্ট খেলছেন তিনি। আজ নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে টম ল্যাথামের উইকেটটি নিয়ে ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এ ইংলিশ পেসার। টেস্ট ক্যারিয়ারে ১৫ বার ইনিংসে ৫ উইকেট ও ম্যাচে ২ বার ১০ উইকেট পেয়েছেন ব্রড। ইংল্যান্ডের সাদা জার্সিতে প্রথম বোলার হিসেবে ৪০০তম টেস্ট উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে আরেক পেসার জেমস অ্যান্ডারসনের। তার এই মাইলফলক স্পর্শ করতে লেগেছিল ১০৪টি টেস্ট। এখন পর্যন্ত টেস্টে ইংলিশদের হয়ে ৫২৫ উইকেট নিয়েছেন এন্ডারসন। আর টেস্ট ইতিহাসে দ্রুততম ৪০০ উইকেট নেয়ার তালিকায় ব্রড যৌথভাবে ১৪ নম্বরে রয়েছেন সাবেক ভারতীয় বোলার কপিল দেবের সঙ্গে। মাত্র ৭২ টেস্টে এই কীর্তি গড়ার দ্রুততম রেকর্ডটি রয়েছে শ্রীলঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status