খেলা

আইপিএলে চালু হচ্ছে ডিআরএস

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১২:৩৬ অপরাহ্ন

আগামী ৭ই এপ্রিল থেকে শুরু হচ্ছে ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) একাদশ আসর। আর প্রথমবারের মত আইপিএলে ব্যবহার করতে যাচ্ছে ডিআরএস (ডিসিশন রিভিউ সিস্টেম) পদ্ধতি। টুর্নামেন্টে প্রতিটি দলই প্রতি ইনিংসে একটি করে রিভিউ পাবে। টি-টোয়েন্টি ক্রিকেটে ডিআরএসের ব্যবহার প্রায় নতুনই বলা যায়। গত বছরের পহেলা অক্টোবর থেকে আইসিসি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি বাধ্যতামূলক করে। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই প্রযুক্তি ব্যবহার করা হয়নি। বৈশ্বিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোর মধ্যে পাকিস্তান সুপার লীগে (পিএসএল) গতবছর এর ব্যবহার করে। বড় দেশগুলোর মধ্যে সর্বশেষ ভারত ২০১৬-১৭ মৌসুমে এই পদ্ধতি ব্যবহার শুরু করে। তবে আইপিএলে এই পদ্ধতির প্রয়োগের বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এর এক কর্মকর্তা বলেন, টি-টোয়েন্টিতে একটি সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলে। অনেকেই ভাবেন শুধু বড় ফরম্যাটেই ডিআরএস প্রয়োজন রয়েছে। তবে এসব ফরম্যাটে ভুল শুধরানোর সুযোগ থাকে। কিন্তু টি-টোয়েন্টিতে এত সময় থাকেনা। তাই সবদিক বিবেচনা করেই আমরা আসন্ন আইপিএলে ডিআরএস পদ্ধতি ব্যাবহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status