খেলা

আকমল নৈপূণ্যে ফাইনালে পেশোয়ার

স্পোর্টস ডেস্ক

২২ মার্চ ২০১৮, বৃহস্পতিবার, ১২:০২ অপরাহ্ন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে জয় পেয়েছে পেশেয়ার জালমি। গতকাল করাচি কিংসের বিপক্ষে ১৩ রানের জয় কুড়ায় তারা। এ জয়ে আসরে টানা দ্বিতীয় বারের মত ফাইনালে উঠার কৃতিত্ব দেখালো পেশোয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আউটফিল্ড ভেজা থাকার কারণে ম্যাচ ৪ ওভার কমিলে নির্ধারণ করা হয় ১৬ ওভারে। ইনজুরির কারণে এ ম্যাচে পেশোয়ারের হয়ে মাঠে নামতে পারেননি বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল। এর আগের ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে খেলায় হাাঁটুতে চোট পান তিনি। তাই গতকালই চিকিৎসার জন্য লাহোর থেকে ব্যাংককের উদ্দেশ্যে বিমান ধরেন তিনি। চলতি পিএসএলে ৬ ম্যাচে ৩২.২০ গড়ে ১৬১ রান সংগ্রহ করেন তামিম। এ আসরে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৯ রান করেন ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে । ঐ ম্যাচে জয় পায় তার দল পেশোয়ার। গতকাল দ্বিতীয় এলিমিনেটরের খেলায় তামিমের অভাটা অবশ্য বুজতেই দেননি দলের আরেক ওপেনার কামরান আকমল। তার ঝড়ো ইনিংসেই করাচির সামনে ১৬ ওভারে ১৭১ রানের বিশাল লক্ষ্য রাখে পেশোয়ার। জবাবে ২ উইকেট হারিয়ে ১৫৭ রান করে করাচি। ম্যাচসেরা হয়েছেন কামরান আকমল। আগামী ২৫ মার্চ করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status